আমরা অনেক সময় দেখি কেউ
যখন ফেসবুকে কোন কমেন্ট করে,
তখন কমেন্টের পাশে তার
প্রোফাইল ফটো দেখা যায়।
এটা দেখে আমাদেরও ইচ্ছে হয়
এমটা করার। আজ আমি আপনাদের এটিই শিখাবো।
প্রথমে যার পোষ্টে কমেন্ট
করবেন তার পোষ্টে যান।
এবার আপনার কমেন্ট লেখার

আগে বা পরে [[id code]] দিন।
যেমনঃ [[54389876097] ] এবার খেয়াল করুন id code কেটে
আপনার প্রোফাইল আইডিটা
দিন। তারপর দেখুন ম্যাজিক।
আশা করি সবাই পারবেন।।
প্রোফাইল আইডি পেতে আপনার
প্রোফাইলে প্রবেশ করুন। এবার এড্রেসবার থেকে
facebook.com এর পর দেখতে
পাবেন একটা কোড আছে। এটাই
আপনার আইডি কোড। আর যারা
ইউজার নেম সেট করে
ফেলেছেন, তারা শুধু ইউজার নেমটি দিলেই হবে। আজ এ
পর্যন্তই।


CodexBD.Tk Site Bikroy kora hobe

3 thoughts on "কমেন্টে কিছু লিখলে ঐই লিখার পাশে আপনার প্রোফাইল ফটো দেখা যাবে"

  1. Mymun Reza Contributor says:
    old post but tnx…
  2. shaadhin Contributor says:
    কোড কেটে আবার আইডি দিব মানে বুঝলাম না।

Leave a Reply