মানুষ দৈনিক গড়ে ১০৯ মিনিট করে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে সময় কাটাচ্ছে। বিশেষ করে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ও মেসেজিং অ্যাপ্লিকেশনগুলো এই সময় কেড়ে নিচ্ছে। সম্প্রতি প্রকাশিত গ্লোবাল ওয়েব ইনডেক্সের তথ্য ও বিশ্বের ৫০ হাজার প্রাপ্তবয়স্ক ওয়েব ব্যবহারকারীর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, প্রতি বছর সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে সময় কাটানোর হার বাড়ছে।
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট কেন ব্যবহার করেন?
এ প্রশ্নের উত্তরে ৪৪ শতাংশের মত হচ্ছে, বন্ধুদের সঙ্গে যোগাযোগের জন্য তাঁরা সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহার করেন। ৩৫ শতাংশ ব্যবহারকারী বলেন, তাঁরা সময় কাটাতে এসব সাইটে আসেন।
তথ্যসূত্র: এএফপি।