আসসামু আলাইকুম।আমি সময় পেলে চেষ্টা করি ইসলামিক পোস্ট করার।তারই ধারাবাহিকথায় আজ আপনাদের জন্য একটি হাদীস নিয়ে এসেছি।
হাদীস পড়ুন, ইসলামকে জানুন।
আবূ আব্বাস আব্দুল্লাহ্ ইবন আব্বাস
রাযিয়াল্লাহু ‘আনহু বর্ণনা করেছেন-
একদিন আমি রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু
‘আলাইহি ওয়াসাল্লাম)-এর পিছনে
ছিলাম, তিনি আমাকে বললেন: “হে
যুবক! আমি তোমাকে কয়েকটি কথা
শেখাবো- আল্লাহকে সংরক্ষণ করবে
তো তিনি তোমাকে সংরক্ষণ করবেন,
আল্লাহকে স্মরণ করলে তাঁকে তোমার
সামনেই পাবে। যখন কিছু চাইবে তো
আল্লাহর কাছেই চাইবে; যখন সাহায্য
চাইবে তো আল্লাহর কাছেই সাহায্য
চাইবে। জেনে রাখ, সমস্ত মানুষ যদি
আল্লাহ্ তোমার জন্য যা নির্দিষ্ট করে
দিয়েছেন, তা ব্যতীত আর কোন উপকার
করতে পারবে না। আর যদি সমস্ত মানুষ
তোমার কোন অনিষ্ট করতে চায় তবে
আল্লাহ্ তোমার জন্য যা নির্দিষ্ট করে
দিয়েছেন তা ব্যতীত আর কোন অনিষ্ট
করতে পারবে না। কলম তুলে নেয়া
হয়েছে এবং পৃষ্ঠা শুকিয়ে গেছে।”
[তিরমিযী: ২৫১৬, হাদীসটি সহীহ্
(হাসান) বলেছেন।]
“আল্লাহকে স্মরণ করবে তো তাঁকে
তোমার সম্মুখে পাবে, তুমি স্বচ্ছল
অবস্থায় আল্লাহকে স্মরণ করবে তো
তিনি তোমাকে কঠিন অবস্থায় স্মরণ
করবেন। মনে রেখো- যা তুমি পেলে
না, তা তোমার পাবার ছিল না, আর
যা তুমি পেলে তা তুমি না পেয়ে
ধৈর্য্য ধারণের ফলে (আল্লাহর)
সাহায্য লাভ করা যায়। কষ্টের পর
স্বাচ্ছন্দ আসে। কঠিন অবস্থার পর
স্বচ্ছলতা আসে।”
আমাকে দোয়া করবেন যেন সব সময় ভাল কিছু নিয়ে হাজির হতে পারি
নিয়মিত হাদীস পেতে ট্রিকবিডির সাথেই থাকুন
sudo sudo data open korle kicho add ase pore apps install hoye jai……..pleass help me