এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে আলোচনার
শীর্ষে বাংলাদেশ প্রসঙ্গ। ক্রিকেট
বোদ্ধা থেকে শুরু করে সাবেক ক্রিকেট
তারকারা প্রশংসায় ভাসাচ্ছেন
টাইগারদের। আর এবার টাইগারদের ভূয়সী
প্রশংসা করলেন আইসিসির প্রধান
নির্বাহি ডেভিড রিচার্ডসন।
আগামীতে টেস্ট খেলুড়ে দেশগুলো যাতে
ওয়ার্ল্ড টি-টোয়েন্টির সুপার টেনে
সরাসরি খেলার সুযোগ পায় সে বিষয়টি
বিবেচনারও আভাস দিয়েছেন তিনি।
দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা
বলেন।
রিচার্ডসন বাংলাদেশের সাম্প্রতিক
সময়ের পারফরমেন্সের ভূয়সী প্রশংসা
করলেও নিরাপত্তার ইস্যুতে অস্ট্রেলিয়ার
বাংলাদেশ সফল বাতিলের বিষয়টি
এড়িয়ে যান তিনি।
আইসিসির প্রধান নির্বাহী ডেভিড
রিচার্ডসন বলেন, ‘প্রথম পর্বের বিষয়টি
আমার ভালোই লাগে। সহযোগী দেশগুলো
ভালো কিছু ম্যাচ খেলার সুযোগ পায়।
বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে বিষয়টি
অপ্রয়োজনীয় হলেও, র্যাঙ্কিংয়ে উন্নতি
করলে আর কোন বিতর্কই থাকবে না। আর
থেকে যতদ্রুত সম্ভব বাংলাদেশে সিরিজ
খেলার কথা বলেছে। দেখা যাক কি হয়।’