এর আগে আরও ১৯ জন
ব্যাটসম্যান টি-টোয়েন্টিতে সেঞ্চুরি
পেয়েছেন। তারপরও এখানে আলাদা
তামিম। কারণ কি? কারণ হল, তার আগে
কোন এশিয়ান ব্যাটসম্যান একই সাথে
টেস্টে ডাবল সেঞ্চুরি, ওয়ানডেতে
দেড়শো ও টি-টোয়েন্টিতে সেঞ্চুরির
দেখা পাননি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের
ইতিহাসে এর আগে কোন বাংলাদেশিই
সেঞ্চুরির দেখা পাননি। সেদিক থেকে
তামিমের ৬৩ বলে ১০৩ অপরাজিত থাকা
ইনিংসটি আলাদা গুরুত্ববহ; তার সাথে যেন
আর কোন কিছুরই তুলনা চলে না।
আর তামিম ইকবালের এই অনন্য
পারফরম্যান্সের প্রভাব দেখা গেলো
বৈশ্বিক গণমাধ্যমে। আর এর মধ্যে সবচেয়ে
এগিয়ে খুব সম্ভবত ক্রিকেট অস্ট্রেলিয়ার
(সিএ) মুখপাত্র ক্রিকেট.কম.এইউ।
তারা শিরোনাম করেছে, ‘তামিমের
উত্থানই ঝকঝকে বাংলাদেশে প্রতিচ্ছবি’।
সংবাদের ভিতরে লিখেছে, ‘আইসিসির
পূর্ণাঙ্গ সদস্য হিসেবে গত ১৬ বছরে, বেশ
অনেকবারই নিজেদের সমর্থকদের ক্ষুব্ধ
করেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে,
রবিবার রাতে তামিম ইকবাল যখন কভার
অঞ্চল দিয়ে আদায় করে নেয়া একটা

চারের মাধ্যমে সেঞ্চুরি পেয়ে গেলেন
তখন বোঝা গেল দলটা সত্যিই এখন একটা
ঝকঝকে রূপ নিয়েছে।’
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন
ক্রিকইনফোন শিরোনাম করেছে –
‘পরিপক্বতা দেখালেন তামিম।’ সংবাদে
ক্রিকইনফোর অ্যাসিস্ট্যান্ট এডিটর
সিদ্ধার্থ মোঙ্গা লিখেছেন, ‘সকল
সমালোচনার ক্রদ্ধ প্রতিক্রিয়া দেখানো
ক্ষ্যাপাটে মেজাজের মানুষটি অনেকটা
পথ পাড়ি দিয়ে এসেছেন। এটা যদি সম্ভব
হয়, তাহলে এবারের টি-টোয়েন্টি
বিশ্বকাপে বাংলাদেশের জন্য – ‘সব কিছুই
সম্ভব!’
ভারতের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা
ইন্ডিয়ান এক্সপ্রেসের শিরোনাম ছিল –
‘তামিমের কাঁধে চেপে প্রত্যাশিত
লক্ষ্যে পৌঁছালো বাংলাদেশ’। আর
পত্রিকাটি মনে করছে বাবা হওয়ার পর
আরও দায়িত্ববান হয়েছেন এই ক্রিকেটার,
‘তামিমের চোখে সাফল্যের রহস্য হল তার
সব পরিস্থিতিতে স্থীর থাকতে পারার
ক্ষমতা। তবে, তিনি বিশ্বাস করুন আর নাই
করেন, নবজাত সন্তানও তার জন্য সৌভাগ্য
নিয়ে এসেছেন।’
বাদ পরেনি বিশ্বখ্যাত ব্রিটিশ গণমাধ্যম
বিবিসিও। তারা লিখেছে, ‘তামিমের
সেঞ্চুরি বাংলাদেশকে সুপার টেনে
পাঠালো!’ পাকিস্তানের শীর্ষস্থানীয়
পত্রিকা ডন লিখেছে, ‘তামিমের প্রথম
টি-টোয়েন্টি সেঞ্চুরিতে সুপার টেনের
টিকেট পেলো বাংলাদেশ।’
দক্ষিণ আফ্রিকান গণমাধ্যম সুপার
স্পোর্টেও ছিল তামিমের প্রশংসা।
সেখানে লেখা হয়েছে, ‘তামিম ঝড়ে
সুপার টেনে বাংলাদেশ।’ শুধু দক্ষিণ
আফ্রিকা নয়, নিউজিল্যান্ডের
গণমাধ্যমেও ছিল তামিম-রব।
দেশটির প্রসিদ্ধ পত্রিকা নিউজিল্যান্ড
হেরাল্ড লিখেছে, ‘সেঞ্চুরি গড়ে দেশকে
বিশ্বকাপের মূল পর্বে নিয়ে গেলেন
তামিম ইকবাল।
ইয়াহু স্পোর্টসের কানাডা সংস্করণেও
ছিল তামিমের জয়োগান। সেখানে লেখা
হয়েছে, ‘কথা রাখলেন তামিম,
বাংলাদেশকে নিয়ে গেলেন বিশ্বকাপের
মূল পর্বে!’
এবার বিশ্বকাপের মূলপর্বেও নি:সন্দেহে
সেই তামিম ঝড়ের জন্য অপেক্ষা থাকবে!

Leave a Reply