টি-টোয়েন্টি বিশ্বকাপে মূলপর্বের প্রথম
ম্যাচে ভারতের বোলারদের বিপরীতে
ঠিকমতো দাড়াতেই পারেনি
নিউজিল্যান্ড ব্যাটসম্যানরা।
নাগপুরে টস জিতে আগে ব্যাট করতে
নেমে নির্ধারিত ২০ ওভারে ১২৬ রান
করেছে কিউইরা। কিন্তু জয়ের জন্য ১২৭
রান তাড়া করতে নেমে ৭৯ রানেই অলআউট
হয়ে যায় মহেন্দ্র সিং ধোনির দল। ৪৭
রানে ভারতকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত
সূচনা করলো নিউজিল্যান্ড।
পড়ে নিউজিল্যান্ড। আর শেষপর্যন্ত এই
বিপর্যয়ের রেশ টেনে ধরতে না পারায়
লজ্জার একটি রেকর্ডের জন্ম দিয়েছে
কিউইরা। নাগপুরে তাদের এটি ভারতে
বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বনিম্ন
ইনিংস।
মঙ্গলবার দলীয় মাত্র ১৩ রানেই দুই
টপঅর্ডারকে হারায় নিউজিল্যান্ড। এরপর
দলীয় ৩৫ এর সময় ব্যক্তিগত ৮ রান করে
সাজঘরে ফেরেন সেন উইলিয়ামস। দলের
হয়ে ৩৪ রানের সর্বোচ্চ ইনিংসটি আসে
কোরি অ্যান্ডারসনের ব্যাট থেকে।
তাছাড়া টেলর ১০, সান্তনার ১৮ এবং
ইলিয়ট ৯ রানে আউট হন। লুক রঞ্চি ২১ রানে
বল হাতে ভারতের হয়ে নেহেরা, বুমরা,
অশ্বিন, জাদেজা, এবং সুরেশ রায়না একটি
করে উইকেট পান।