খুব সহজ কাজ এটা। যারা এন্ড্রয়েড ফোনে Android Marshmallow চালাতে চান কিন্তু কাস্টম রম দিতে চাচ্ছেন না তারা এই ট্রিকটা কাজে লাগিয়ে মার্শমেলো এর ফিচারগুলো উপভোগ করতে পারবেন।
Google Official Non-Marshmallow ইউজারদের জন্য মার্শমেলো এর একটা লান্চার তৈরি করেছিল কিন্তু খুব বাগ এবং বেশি Ram খায়। তাই আপনারা এই Cracked Marshmallow KK Launcher টি ডাউনলোড করে ইনস্টল করুন।
ইনস্টল করার পর আপনার ডিভাইসে যেসব ফিচার আসবে –
আর এপসগুলোও Marshmallow এর মত করতে যেসব এপ ইনস্টল দিবেন।
Google
Google Camera
Google Dialer
Gmail
Google Maps
আপনারা Marshmallow এর মত নেভিগেশন কি যেভাবে আনবেন–
প্রথমে Root Explorer ওপেন করুন এবং রুট পারমিশন দিন। System ফোল্ডার এ যান এবংbuild.prop ফাইলটি Open as এ Text Editor দিয়ে ওপেন করুন। একদম শেষে নিচের কোডটি বসিয়ে দিন।
qemu.hw.mainkeys=0
এবার সেভ করুন। রিবুট দিন।
বিঃদ্রঃ নিজ দায়িত্বে করবেন
ধন্যবাদ।
5 thoughts on "রুট ছাড়াই আপনার ফোনকে বানিয়ে ফেলুন Android Marshmallow 6.0"