অনেকেই তাঁকে এ প্রজন্মের শচীন বলে
অভিহিত করছেন। স্কিল ও টেম্পারমেন্টে
যে পরিণতিবোধ তিনি দেখাচ্ছেন, তাতে
ভবিষ্যতে হয়ত সে জায়গা অর্জন করা তাঁর
পক্ষে দুরূহ নয়। শচীনের মতো তিনিও ব্যাটে
‘এমআরএফ’ স্টিকার লাগিয়েই খেলেন। এই
স্টিকারের খাতিরে তাঁর রোজগার
অধিনায়ক ধোনির থেকেও বেশি।
এনডোর্সমেন্টের নিরিখে ধোনির
ধারেকাছে প্রায় কেউ নেই। কিন্তু

স্টিকারের রোজগারে ধোনিকেও টেক্কা
দিয়েছেন কোহলি। ব্যাটে স্টিকার
লাগিয়ে ধোনির আয় যেখানে ৬ কোটি,
সেখানে বিরাটের আয় ৮ কোটি টাকা ।
তরুণ প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে এর
ধারেকাছে কেউ নেই। শিখর ধাওয়ানও
ব্যাটে ‘এমআরএফ’ স্টিকার লাগিয়ে
খেলেন। তাঁর আয় এই বাবদ ৩ কোটির মতো।
রায়না, রোহিত শর্মারা ব্যাটে স্টিকার
লাগিয়ে পান আড়াই থেকে তিন কোটির
মতো।
অন্যান্য চুক্তিতেও বিরাট এগিয়ে
অনেকখানি। তবে মাঠের বাইরে এখনও
সবাইকে টেক্কা দিয়ে চলেছেন ধোনি।
তবে যাঁর ব্যাটে ভর করে দেশ নিয়মিত
জয়ের স্বাদ পাচ্ছে, তাঁর ব্যাটের
স্টিকারের দাম প্রত্যাশিতভাবেই বেশি।

Leave a Reply