[Root][Xposed] Smooth & Stylish Progress Bar – এবার আপনার ফোনের প্রোগ্রেসবারগুলোকে নিজের ইচ্ছেমত সাজান ! by Riadrox

Introduction

অনেকদিন পর আসলাম।

আজ আমি আমার কাস্টম রমেরই একটা Xposed Module শেয়ার করব।এটা শুরু থেকেই অনেক প্রিয় কিন্তু শেয়ার করার কথা মনেই ছিল না। তাই ক্ষমা চেয়ে নিচ্ছি।

,
,
,
,
,
,


কাস্টম প্রগ্রেসবার কি?

তার আগে শুনুন সিস্টেম প্রগ্রেসবার সম্পর্কে।

ধরুন কোনো গেমস ইনস্টল দিচ্ছেন – এখানে ইনস্টল হওয়ার সময় সরলরেখা এনিমেটেড আকারে থাকে যা প্রগ্রেস শো করে। তাই এটা প্রগ্রেসবার।

এইতো এটাঃ

আমারটা অলরেডি কাস্টম দেওয়া। তাই এতো স্টাইলিস লাগছে।

এতো গেলো Horizontal এবার Cicular ও দেখে নিন।

এগুলোর এনিমেশনে আপনি ইচ্ছামত কালার দিতে পারবেন। একাধিক মিক্স করেও দিতে পারেন।

,
,

,
,
,
,
,

,
,
,

,
,
,
,

যা যা লাগবে

# Xposed Installer (500kb)

# Smooth System Progress Bar Xposed (1.5mb)

কার্যপদ্ধতি

## যাদের Xposed Installer নাই তারা জলদি ডাউনলোড দিয়ে ইনস্টল করেন।

## Xposed Installer ওপেন করে Framework এ যান এবং Install/Update এ ক্লিক করেন।

## এবার Reboot চাইবে। Cancel করুন।

## এখন Smooth System Progress Bar ইনস্টল করুন।

## আবার Xposed Installer এ গিয়ে Modules এ যান এবং Smooth System Progress Bar তে টিক দিন।

## এবার Framework এ গিয়ে soft Reboot দিন।

## রিবুট হলে Smooth System Progress Bar তে ঢুকুন।

## এবার আপনার পছন্দমত স্টাইল সিলেক্ট করুন। এবং কালার এড করুন নিচের ছবি দেখে।


## Tap To add color এ যান এবং একটা কালার দিয়ে সেভ দিন। এবং আবার Tap To add color এ গিয়ে আরেকটা দিন। এভাবে দিতে থাকুন।

## পাশ থেকে স্লাইড মেনুতে যান এবং Circular Mod এ পছন্দনুযায়ী কাস্টম বার সিলেক্ট করুন।

সব রমেই হবে।

————————————————–

এই পোস্ট অন্য কোথাও পোস্ট করা হয়নি। গুগলে নেই। তাই কপি করবেন না,ধরা খাবেন না।করলে লিংক ঠিক রাখবেন।

ধন্যবাদ।

সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
Message: fb/myself.riadrox

16 thoughts on "[Root][Xposed] Smooth & Stylish Progress Bar – এবার আপনার ফোনের প্রোগ্রেসবারগুলোকে নিজের ইচ্ছেমত সাজান ! by Riadrox"

  1. abadot Contributor says:
    bro..5.1 version er jonno xposed install korte parci na,amr phn symphony zvi.
    1. Guettarous EMON Contributor says:
      ভাই, ললিপপে ডিরেক্টলি Xposed ইন্সটল নিবে না। xdaতে দেখেন ফ্লাশেবল জিপ আছে। ওইটা ফ্ল্যাশ দেন।
    2. Tireless Hunter Contributor says:
      xda koi pamu?
    3. Riadrox Legend Author Post Creator says:
      আপনার ফোনের এসডিকে অনুযায়ী ফ্লাশ দিবেন।
  2. Dihan Contributor says:
    রিয়াদ ভাই আপনার প্রায় সবগুলা পোস্ট অনেক ভাল লাগে আমার কাছে এবং পোস্ট গুলা খুবি উপকারি।ভাই মোবাইল দিয়ে কাস্টম রোম পোর্ট করার ভাল এক্তা পোস্ট ডিটেলস এ করার জন্য আপনাকে অনুরধ করতেছি, প্লিজ ভাই একটু কথাটা বিবেচনা করবেন।
    (এই পযন্ত অনেক পোস্ট দেখছি কিন্তু ওইগুলা কাজ করে না, শুধু ব্রিক হয়।)

    ধন্যবাদ

    1. Riadrox Legend Author Post Creator says:
      ওকে। আমি সম্পূর্ন বিবরনসহ, ঢ়ত প্রকার উপায় আছে সব নিয়ে একটা পোস্ট করব
  3. SuJoN HaSaN MunnA Contributor says:
    Vsi ami ekhon porjonto kono help pelam na… amo kivabe samsung core prime root korbo plz vai bolen
  4. Dihan Contributor says:
    আপনার সাড়া পেয়ে খুব ভাল লাগলো রিয়াদ ভাই।আপনার পরবর্তী পোস্ট এর জন্য অপেক্ষা করব।

    ধন্যবাদ

  5. Fahim Contributor says:
    great boss
  6. kingbelal Contributor says:
    bodo vai amar lava x9 a xposed kaj kortace na plz help koren ki kortam plz bodo vai bolen na plz plz plz
  7. kingbelal Contributor says:
    bodo vai. aktu help koren.. vai cwm chara ki xposed kaj kore.. plz bolen vai
  8. Bondhon khan Contributor says:
    xposed instolr kaj kora na
    walton primo f6 ke korbo
  9. PrInCe OnToR Author says:
    ভাই ললিপপ স্টাইলের নটিফিকেশন বারের কোন Xposed firmware আছে থাক্লে প্লিজ শেয়ার করেন। 🙂
    1. Riadrox Legend Author Post Creator says:
      xposed dia hobe na. System ui change korte hobe or custom rom
    2. PrInCe OnToR Author says:
      ভাই cwm তো দিতে পারিনাই। কাস্টম rom তো দিতে পারবনা। 🙁
  10. MHSOHAN Contributor says:
    help me,,,
    রিয়াদ ভাই symphony v52 সেটে exposed instanter kaj kora na,, lollipop version phn, কি ভাবে করব?
    kindly jodi recovery.img file ta detan or symphony v52 set r jonno akta post kortan,,,,

Leave a Reply