জিমেইলে বার্তা আদান প্রদানকে
আরও বেশি সুরক্ষিত করতে নতুন পদক্ষেপ
নিয়েছে মার্কিন সার্চ জায়ান্ট গুগল।
এ সপ্তাহেই জিমেইলে উন্নত সুরক্ষা
সতর্কতা ব্যবস্থা চালু করতে যাচ্ছে
প্রতিষ্ঠানটি। জিমেইল
ব্যবহারকারীকে সাইবার হামলা
থেকে রক্ষা করতেই এই ফিচার চালু
করতে যাচ্ছে গুগল।
এবিসি নিউজ জানিয়েছে, যে সকল
লিঙ্ক গুগলের কাছে সন্দেহজনক মনে
হবে সেগুলোতে ক্লিক করতে গেলেই
প্রথম সতর্কতা সংকেত দেওয়া হবে।
ব্যবহারকারীকে একটি পুর্ণ পেইজে
সতর্কতা প্রদানের মাধ্যমে, তাকে
আরও বিস্তারিত জানার জন্য বেশকিছু
কম্পিউটারকে ম্যালওয়্যারের হাত
থেকে রক্ষা করবে এই ফিচার। আর
সন্দেহজনক এইসব ওয়েবসাইটে গ্রাহক
তাদের নিজের ঝুঁকিতে ভিজিট
করবেন বলেও জানানো হবে।
সতর্কতার পাশাপাশি গ্রাহককে
নিজের অ্যাকাউন্ট সুরক্ষিত করার
ব্যাপারেও পরামর্শ দেওয়া হবে এই
ফিচারের মাধ্যমে। গুগলের বর্তমান
সুরক্ষা ফিচারের এটি উন্নত সংস্করণ।
এটি সন্দেহজনক ভুক্তভোগীর জিমেইল
পেইজে একটি লিঙ্কের সঙ্গে লাল
দাগ দিয়ে দেখানো হবে বলেও
জানিয়েছে, এবিসি নিউজ।
জিমেইলের নিরপত্তা ভালো হওয়ায়
এখানে হ্যাক-এর হার মাত্র ০.১
শতাংশ। গত মাসেই নতুন আইকন উন্মোচন
করে গুগল। ওই আইকন দিয়ে জিমেইল
ব্যবহারকারীকে বোঝানো হয় তিনি
করছেন, তার অ্যাকাউন্টে এনক্রিপশন
সাপোর্ট করে না। আর নতুন এই আইকন
উন্মোচনের পরই এনক্রিপ্টেড সংযোগে
অন্তর্মুখী মেইল প্রদান হার ২৫ শতাংশ
বেড়েছে বলে জানিয়ছে গুগল।
ধন্যবাদ
তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।
…♦ ♦….(ফেসবুকে আমি)..♦…♦.