সঠিক পুষ্টির অভাবে কম বয়সেই চুল
পেকে যায়।
বিশেষ করে ভিটামিন-এ, ভিটামিন-বি,
কপার,
মিনারেল, জিঙ্ক ও আয়রনের অভাবে এ
সমস্যা
দেখা দেয়।
সে সঙ্গে জীবনযাপনে অনিয়ম,
খাদ্যাভ্যাসের
পরিবর্তন ও দুশ্চিন্তার কারণেও চুল
দ্রুত পেকে যায়।
এ সমস্যার সমাধান করতে পারে খুবই
সাধারণ একটি
প্রাকৃতিক উপাদান, আর তা হলো আলু!
★ কীভাবে আলুর সাহায্যে সাদা চুল
কালো করে
ফেলবেন। আসুন দেখে নিই….

যেভাবে তৈরি করবেন
প্রথমে পাঁচটি আলুর খোসা ছাড়িয়ে
নিন। এবার
একটি প্যানে দুই গ্লাস পানি নিন।
এখন এতে আলুর
খোসা দিয়ে গরম করুন। পানি ফুটতে শুরু
করলে পাঁচ
মিনিট রান্না করুন। এবার চুলা থেকে
নামিয়ে
ঠান্ডা করুন। এর পর একটি বাটিতে এই
মিশ্রণ ছেঁকে
আলুর খোসা ফেলে দিন। আপনি চাইলে
এর মধ্যে দুই-
এক ফোঁটা রোজমেরি অথবা ল্যাভেন্ডার
অয়েল
দিতে পারেন।
যেভাবে ব্যবহার করবেন
প্রথমে চুল ভালো করে ধুয়ে নিন। এবার
এই মিশ্রণ
দিয়ে মাথায় হালকাভাবে ম্যাসাজ
করুন। আধা
ঘণ্টা রেখে দিন। এরপর পানি দিয়ে
চুল ধুয়ে ফেলুন।
দেখবেন, কয়েক দিন ব্যবহারেই আপনার
সাদা চুল
কালো হয়ে যাবে।
আপনার ছোট ভায়ের কোন সাইট নেই।
কিন্তু ছোট একটা পেজ আছে। আপনার
একটা গুরুত্তপুর্ণ লাইক আশা করছি।

…Like FB PAGE…

2 thoughts on "আলু দিয়ে সাদা চুল থেকে কালো চুল করুন"

  1. Karimullah Anik Contributor says:
    amr try kora lagbe
  2. Meshkat Contributor Post Creator says:
    ami try koreci.mutamuti kaj kore.

Leave a Reply