স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান ভার্নি নিয়ে এসেছে অ্যাপোলো নামের নতুন এক স্মার্টফোন। এতে রয়েছে ৬ জিবি র্যাম। গত বুধবার চীনে এক অনুষ্ঠানে স্মার্টফোনটি উন্মুক্ত করা হয়।
ভার্নি অ্যাপোলো স্মার্টফোনে রয়েছে মিডিয়াটেক-এর হেলিও এক্স২০ (এমটি৬৭৯৭) এসওসি। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যানড্রয়েড অথরিটি।
এই স্মার্টফোনে রয়েছে ৫ দশমিক ৫ ইঞ্চির কিউএইচডি ডিসপ্লে। ফোনটির স্ক্রিনে রয়েছে প্রেসার সেনসিটিভ টাচ ডিসপ্লে। এতে ইন্টারনাল স্টোরেজ রয়েছে ১২৮৭ জিবির।
রিয়ার ক্যামেরা রয়েছে ২১ মেগাপিক্সেলের। ক্যামেরায় রয়েছে সনি আইএমএক্স২৩০ সেন্সর। ফ্রন্ট ক্যামেরা রয়েছে ৮ মেগাপিক্সেলের। স্মার্টফোনটিতে রয়েছে ইউএসবি টাইপ-সি পোর্ট।
ভার্নি অ্যাপোলো স্মার্টফোনটির পুরোটাই মেটাল বডি। চলবে অ্যানড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেমে। তবে এর বেশি কিছু নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়নি।
অ্যাপোলোর সঙ্গে ‘থোর’ নামে আরেকটি স্মার্টফোন বাজারে ছাড়বে ভার্নি। তবে এই স্মার্টেফোনটির র্যাম ৩ জিবি আর ইন্টারনাল স্টোরেজ ১৬ জিবি। এতে ব্যবহার করা হয়েছে এমটি৬৭৫৩ চিপসেট।
আরো আছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ২৮০০ এমএএইচ এর ব্যাটারি।
One thought on "ভার্নি অ্যাপোলো স্মার্টফোনে ৬ জিবি র্যাম"