পৃথিবীর জনসংখ্যা দিনদিন বেড়েই চলেছে। ঘনবসতির জন্য পৃথিবীতে বুঝি মানুষের ঠাঁই মিলবে না। তখন হয়তো অন্য কোনো গ্রহে মানুষের বসতি গড়তে হবে। তবে দুশ্চিন্তার কারণ নেই। কারণ আরেকটা ‘পৃথিবী’ জন্মাচ্ছে যে!
এই সৌরজগতের পাশেই আরেকটা ‘সংসার’। ঠিক যেমন সংসার সূর্যের। আর সেখানেই খোঁজ মিলেছে দ্বিতীয় ‘পৃথিবী’-র। টি ডব্লিউ হাইড্রে নক্ষত্রের সংসারে সবে জন্মাচ্ছে সে। অদ্ভুত রকমভাবে সূর্যের সঙ্গে পৃথিবীর যা দূরত্ব, নতুন সংসারে হাইড্রের সঙ্গে সদ্যোজাত গ্রহেরও তাই প্রায় দূরত্ব। বয়স হয়েছে সবে ১০ মিলিয়ন বছর।
এখনও তার গঠন চলছে। মহাকাশ বিজ্ঞানীরা মনে করছেন, নতুন এই গ্রহ হতে পারে পৃথিবীর মতই কোনও গ্রহ বা হতে পারে ‘সুপার আর্থ’।