অ্যাকশন ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান গোপ্রোর প্রতিযোগী বাজারে হাজির। নতুন এই প্রতিযোগীর নাম এসটিকে এক্সপ্লোরার। এসটিকের অ্যাকশন ক্যামেরা গুণেমানে গোপ্রোর চেয়েও অত্যাধুনিক। এই ক্যামেরাকে বলা হচ্ছে শক্তিশালী ব্যাটারির ওয়েদার ক্যামেরা। যা অ্যাডভেঞ্জার প্রেমীদের কাছে দারুণ কিছু। ক্যামেরাটির মূল্যও হাতের নাগালে।
এসটিকে এক্সপ্লোরারে আছে ৯০০ মিলিঅ্যাম্পায়ারের ব্যাটারি। এই ক্যামেরা ১২ মেগাপিক্সেলের। এটি দিয়ে ১০৮০ পিক্সেলের ভিডিও চিত্র ধারণ করা যাবে। ইকমার্স ওয়েবসাইট ইবেতে ক্যামেরাটির মূল্য বাংলাদেশী টাকায় ১৩ হাজার ৮৩১ টাকা।
এসটিকে এক্সপ্লোরার দেখতে অনেকটা খেলনা ক্যামেরার মত। এর ওজন মাত্র ৫৮ গ্রাম। এটি ব্ল্যাক রাবার ফিনিশ সারফেসে তৈরি। এতে সুন্দর লেন্স রয়েছে। আছে আকর্ষণীয় ডিসপ্লে। এই ক্যামেরাটির সঙ্গে ওয়াটার প্রুফ কেসিং রয়েছে। আরও আছে লেন্স মাউন্ট এবং পর্যাপ্ত এক্সেসরিজ। ফলে ক্যামেরাটি যেকোনো কিছুর সঙ্গেই সংযুক্ত করা যাবে।
ক্যামেরাটিতে ওয়াইফাই এর মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত করে ছবি ও ভিডিও শেয়ার করা যায়।