উন্নয়নশীল দেশের প্রত্যন্ত অঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিতে নতুন উদ্যোগ হাতে নিয়েছে ফেসবুক। সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্যান ফ্র্যান্সিসকোতে শেষ হওয়া দুইদিনব্যাপী ডেভেলপার সম্মেলন এফ৮ এই এই উদ্যোগের ঘোষণা দেয়া হয়।

ফেসবুক জানায়, ভারতসহ বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে ইন্টারনেট নেটওয়ার্ক আরও শক্তিশালী করতে কাজ করা হবে। এজন্য প্রতিষ্ঠানটি অ্যান্টেনা রেডিও ইন্ট্রিগেশন ফর ইফেসিয়েন্সি ইন স্প্রেকট্রাম(এআরআইএইস) পদ্ধতি কাজে লাগাবে। এই পদ্ধতিতে প্রত্যন্ত অঞ্চলে বিদ্যমান ইন্টারনেটের গতি আরও বাড়বে।

এআরআইএইস হল একটি বেজ স্টেশন। যেটিতে থাকবে ৯৬ টি অ্যান্টেনা। এটি একই সঙ্গে ২৪টি ডিভাইসকে একই ধরনের তরঙ্গ সরবরাহ করতে সাহায্য করবে। ফলে একই সঙ্গে অনেক ব্যবহারকারী বহু ধরনের ট্রান্সমিটার এবং রিসিভার ব্যবহার করে দ্রুত গতির ইন্টারনেট পাবে।

ফেসবুক জানিয়েছে, এআরআইএইস ফোরজি নেটওয়ার্ক বিস্তৃত করতে পারবে। এটি ১০ এক্স তরঙ্গ সম্প্রচার করতে পারবে।

ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ জানিয়েছেন, এই পদ্ধতি বিভিন্ন টেলিকম কোম্পানির কাছে কম দামে বিক্রি করা হবে। এত করে টেলিকম কোম্পানিগুলো মোবাইল নেটওয়ার্ক অবকাঠামে উন্নত করতে পারবে।

One thought on "ইন্টারনেটের গতি বাড়াতে ফেসবুকের নয়া উদ্যোগ"

Leave a Reply