“মাদাগাস্কার” — এক রহস্যময়
দ্বীপের নাম । ভারত মহাসাগরে যতগুলো
দ্বীপরাষ্ট্র রয়েছে তার মধ্যে আফ্রিকা
মহাদেশের শক্তিশালী রাষ্ট্র মাদাগাস্কার
অন্যতম। আয়তন ৫ লাখ ৮৭ হাজার ৪১ বর্গ কি মি.
লোকসংখ্যা প্রায় ২ কোটি।মাদাগাস্কার সবচেয়ে
বেশি বিখ্যাত এর অসাধারণ আর অদ্ভূতুড়ে
জীববৈচিত্র্যের কারণে। অসংখ্য প্রাণী আর
উদ্ভিদে ভরপুর এ দ্বীপটির জীববৈচিত্র্যের
কথা শুনলে অবাক হওয়াটাই স্বাভাবিক।আরো বেশি
অবাক হবার মত কথা হল যে , মাদাগাস্কারের
জীবজন্তুগুলোর ৮০ ভাগই পৃথিবীর আর
কোথাও পাওয়া যায় না। অর্থাৎ কিনা এসব জীব
দেখতে হলে মাদাগাস্কারেই যেতে হবে।
আর এরকম হওয়ার কারণ হচ্ছেদেশটির
ভৌগোলিক বৈচিত্র্য। কেমন সেই বৈচিত্র্য?
দেশটির পূর্ব এবং মধ্য-দক্ষিণে আছে রেইন
ফরেস্ট। আবার পশ্চিমে আছে ড্রাই ফরেস্ট।
আবারএকই দ্বীপে দুই বনের পাশে
দক্ষিণদিকেই আছে মরুভূমি! এমন দ্বীপ আর
আছে কোথাও? আর এই দ্বীপে যেসব
প্রাণীরা থাকে, তারা আর কোন দ্বীপেই বা

গিয়ে থাকতে পারবে? মাদাগাস্কারে প্রায় ৬০০
প্রজাতির জীব আছে। জীব বলতে আবার শুধু
পশু-পাখি আর পোকামাকড় আর মাছ নয় , জীব
বলতে কিন্তু গাছপালাকেও বোঝানো হচ্ছে।
এই দ্বীপের ৬০০ প্রজাতির জীবের
মধ্যেনানারকম গাছপালা আছে ৩৮৫ প্রজাতির,
কীটপতঙ্গ আছে ৪২ প্রজাতির, মাছ আছে
১৭প্রজাতির, উভচর প্রাণী আছে ৬৯ প্রজাতির,
সরীসৃপ আছে ৬১ প্রজাতির আর স্তন্যপায়ী
প্রাণী আছে ৪১ প্রজাতির। বিজ্ঞানীদের
হিসাবমতে, মাদাগাস্কারেবিভিন্ন প্রজাতির প্রায় ২
লক্ষ প্রাণী এবং গাছ আছে, যার মধ্যে
প্রায়দেড় লক্ষ প্রজাতিই পৃথিবীর অন্য
কোথাও পাওয়া যায় না। এদের মধ্যে রয়েছে
প্রায় ১৫ প্রজাতির লেমুর, ৩৬ প্রজাতির পাখি এবং
আরো অনেক অদ্ভূত অদ্ভূত সব প্রাণী।
আবার মাদাগাস্কারের অসংখ্য ব্যাঙের
মধ্যেশতকরা ৯৫ ভাগই শুধু মাদাগাস্কারেই পাওয়া
যায়। তবে অন্য কোথাও খুঁজে পাওয়া না
গেলেও এসব প্রাণীদের কিছু কিছু জাত ভাই
অবশ্য দক্ষিণ আমেরিকা আর দক্ষিণ প্রশান্ত
মহাসাগরীয় অঞ্চলে পাওয়া যায়। এবার আসা যাক
মাদাগাস্কারের সাপদের কথায়। নাম শুনলেই তো
অনেকের গা শিরশির করে ওঠে, এমনকি আমার
নিজেরও! অনেক সাপ কিন্তু এত্তো সুন্দর,
যে দেখলে চোখ ফেরানো যায় না। যাই
হোক, মাদাগাস্কারে সাপ আছে মোট ৮০
প্রজাতির। তবে এদের কোনোটাই বিষাক্ত
তো নয়ই, ভয়ংকরও না। আসলে যে প্রজাতির
সাপগুলো বিষাক্ত হয়, এই যেমন গোখরো,
মাম্বা, ভাইপার র্যাটল স্নেক, এসব সাপ মাদাগাস্কারে
থাকেই না। বোয়া আর ক্লুব্রিডস সাপই এখানে
বেশিপাওয়া যায়। একমাত্র বিষাক্ত সাপটির নাম হচ্ছে
‘রেয়ার-ফেংড’ যদিও এই সাপ কামড় দিলে মানুষ মারা
যায় না, বড়জোর শরীরের কিছু অংশ একটু অবশ
হয়ে যায়। সে আর এমন কী! আমাদের
গোখরো এক কামড় দিলেই তো নির্ঘাত মরণ।
তবে সমুদ্রে দু’ধরনের খুব বিষাক্ত সাপ আছে।
এদের একটির নাম হচ্ছে ‘হুক-নোজড সি
স্নেক’ আর অন্যটি হচ্ছে ‘ইয়েলো-বেলিড
সি স্নেক’।

রহস্যময় সকল টপিক্স পরতে রহস্য প্রেমিরা আমার সাইটে আসুন

2 thoughts on "রহস্য ভান্ডার (পর্ব – ১৩) ~ “মাদাগাস্কার” — এক রহস্যময় দ্বীপের নাম ।"

  1. jony tlj Contributor says:
    আপনাকে ধন্যবাদ পোস্টি করার জন্য।
    1. Hridoy ahmed Contributor Post Creator says:
      wlxm

Leave a Reply