ট্রিকবিডি তে সবাইকে শুভেচ্ছা

কম্পিউটারে কোন কাজ
করার পর রিফ্রেস দেওয়াটা
অনেকের কাছে রীতিমত
অভ্যাসে পরিনত হয়ে
গেছে। কারো কারো
অভ্যাসটা এত বেশী হয়ে
গেছে যে কারণে –
অকারণেই অনেকে রিফ্রেস
দেন icon smile Computer Refresh
করুন হাতের ছোঁয়া ছাড়া ।
যাই হোক , আমি আজকে
আপনাদের একটা ছোট টিপস
শেখাব। টিপসটি হল

কিভাবে সয়ংক্রিয়ভাবে
রিফ্রেস করা যায়। এই
কাজটি করার ফলে
কম্পিউটার নিজে নিজেই
রিফ্রেস করে নেবে।
আপনাকে আর কষ্ট করে মাউস
দিয়ে রিফ্রেস করতে হবে
না। এজন্য আপনাকে যা
করতে হবে:
Start Menu – > Run এ গিয়ে regedit
লিখে ok করুন। Registry Editor
চালু হবে।
HKEY_ LOCAL _MACHINE – > SYSTEM
-> CurrentControlSet – > Control – >
Update এ গিয়ে ডান পাশে
লেখা দেখবেন UpdateMode।
এটাতে ডাবল ক্লিক করে
ডাটা 1 এর পরিবর্তে 0 করে
দিন। কম্পিউটার রিস্টার্ট
করুন।
এখন থেকে আপনার
কম্পিউটার অটোমেটিক
রিফ্রেস হবে।

বড় ভাই এরকম আরো টিপস পড়তে দয়া করে ছোট ভাই এর সাইট এ আসেন প্লিজ http://postmaza.com

5 thoughts on "এবার কম্পিউটার রিফ্রেশ করুন হাত ছাড়া ♩ না দেখলে বিরাট মিস"

  1. Shahriar_naim Contributor says:
    Thank’s Bro for sharing the trick. Best wishes for the next post.
    1. Rouf Subscriber Post Creator says:
      please call me I need you 01749457539
  2. Rouf Subscriber Post Creator says:
    ভাই ওয়েলকাম
  3. Jmik Contributor says:
    control প্রয়জন্ত পেয়েছি আর নাই
  4. Rouf Subscriber Post Creator says:
    কেন. ভাই আছেই তো

Leave a Reply