স্পোর্টস আপডেট ডেস্ক – প্রথম ওভার মেডেন।
এরমধ্যে একটি রান আউট। দ্বিতীয় ওভারে এক
উইকেটসহ দিলেন দুই রান। তৃতীয় ওভারে
দিলেন মাত্র দুই রান। শেষ ওভারে ৬ রান
দিলেও বগলদাবা করলেন এক উইকেট। সব
মিলিয়ে বোলিং ফিগারটা দাঁড়ালো
৪-১-৯-২, সত্যিই অসাধারণ, মনমুগ্ধকর।
বাংলাদেশের পেস বিস্ময় মুস্তাফিজের
এমন অসাধারণ বোলিংয়ে কিংস ইলেভেন
পাঞ্জাবকে ৫ উইকেটে পরাজিত করেছে
সানরাইজার্স হায়দরাবাদ। অনুমিতভাবে
আইপিএলে প্রথমবারের মতো ম্যাচ সেরার
পুরস্কারও জিতেছেন মুস্তাফিজুর রহমান।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে
পাঞ্জাব করে ৬ উইকেটে ১৪৩ রান। জবাবে
১৩ বল হাতে রেখেই ৫ উইকেটে ১৪৬ রান
সংগ্রহ করে হায়দরাবাদ। অনেকে
ভেবেছিলেন ম্যাচ সেরা হয়তো হবে
অধিনায়ক ওয়ার্নার। কারণ তিনি
খেলেছেন ৩১ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংস।
যার মধ্যে ছিল সাতটি চার ও তিনটি ছ্ক্কার
মার।
কিন্তু না, নয়নকাড়া বোলিংয়ের কারণেই
ম্যাচ সেরা পুরস্কার পান মুস্তাফিজুর রহমান।
৪ ওভারে ৯ রানে দুটি উইকেট। চলতি
বোলিং।
সবচেয়ে মজার ব্যাপার টি২০ ক্রিকেটে
চার ওভারে মুস্তাফিজ একটি চার ও ছক্কাও
হজম করেনি। ওভার প্রতি রান দিয়েছেন
২.২৫, সত্যিই বিস্ময়জাগানিয়া। সেখানে
সানরাইজার্সের অন্যান্য বোলাররা রান
দিয়েছেন হাতেম তাঈয়ের মতো। চার
ওভারে ৩৭ রানে ভুবনেশ্বর পেয়েছেন এক
উইকেট। চার ওভারে ৩৩ রান দিয়ে
হেনরিকস পেয়েছেন দুটি উইকেট। আর স্রান
৩৩ ও হুদা ৩০ রান দিয়েও পাননি উইকেটের
দেখা।
মুস্তাফিজের এমন পারফরম্যান্সে সবচেয়ে
খুশি বোধহয় কাউন্টি ক্লাব সাসেক্স!
কিছুদিন পরই যে তাদের হয়ে মাঠ মাতাবেন
‘দ্য ফিজ’। টুইটারে সে উচ্ছ্বাসই প্রকাশ করলেন
সাসেক্সের ইংলিশ খেলোয়াড় লুক রাইট।
তিনি টুইট করেন, ‘৪ ওভারে ৯ রান দিয়ে ২
উইকেট! অবিশ্বাস্য! নিশ্চিতভাবে সাসেক্স
ভক্তরা তাকে দেখতে মুখিয়ে আছেন।’
পুরো ম্যাচ জুড়ে ধারাভাষ্যকারদের
প্রশংসায় ভেসেছেন মুস্তাফিজ। সুনিল
গাভাস্কার-রমিজ রাজা বিশেষণ হারিয়ে
কেবল বারবার বলেছেন, মুস্তাফিজের
বোলিং মানেই জাদু! শেষ ওভারে নিখিল
নায়েককে আউট করার পর বড় স্ক্রিনেও
ভেসে উঠে ‘ম্যাজিক্যাল মুস্তাফিজুর’।
আইপিএলে সেরা বাঁহাতি বোলার কে এমন
জরিপের একতরফা জয়ী মুস্তাফিজ। ৭১% ভোট
থাকলেন না বাকি তিনজনের কেউ । এই
পরিসংখ্যান দেখে রমিজ রাজা বলে
দিলেন, ‘ কোনও বাঁহাতি-ডানহাতি নয়,
সে বিশ্বের সেরা বোলার।
সনি টিভির ইনিংস ব্রেক টক শো-তে
নভোজ্যোত সিং সিধু’র তো অজ্ঞান
হওয়ার দশা মুস্তাফিজ বন্দনায়! রসিক
কথাবাজ সিধু তো সরাসরি ঘোষণাই দিয়ে
দিলেন ‘মুস্তাফিজ এই টুর্নামেন্টের সেরা।
মুস্তাফিজ নিজেই ইতিহাস লিখেন!’
আইপিএলের এবারের আসরের সবচেয়ে
‘কিপটে’ বোলিং করা মুস্তাফিজকে
সম্মান জানাতে ভোলেননি অধিনায়ক
ওয়ার্নার। তাকে সবার সামনে রেখে
হাততালি দিতে দিতে সতীর্থদের নিয়ে
মাঠ ছাড়েন তিনি। দারুণ বোলিংয়ের
সুবাদে ম্যাচ জিতে নিয়েছে হায়দরাবাদ
সানরাইজার্স।
4 thoughts on "ম্যাচ সেরা মুস্তাফিজই, মজেছে ক্রিকেটবিশ্ব"