Hello Facebook Users,

টেলিগ্রামের মতো এখন আপনারা ফেসবুকেও Broadcast Channel তৈরি করতে পারবেন

যেভাবে ফেসবুক  এবং মেসেঞ্জারে Broadcast Channel তৈরি করবেন

(বুঝতে অসুবিধা হলে নিচ থেকে ভিডিও টিউটোরিয়াল দেখে নিতে পারেন)

১। প্রথমেই চলে যান এই লিংকে=>https://facebook.com/broadcastchannelsearlyaccess

২। তারপর Request Access বাটনটিতে ক্লিক করুন এবং যেকোন একটি option এ ক্লিক করে Submit করুন
ব্যাস, আমাদের Broadcast Channel এর Early Access নেওয়া হয়ে গেছে

বিঃ দ্রঃ যাদের ফেসবুক পেইজে/আইডিতে ১০ হাজার বা তার বেশি লাইক রয়েছে শুধুমাত্র তারাই এই ফিচারটির Early Access করতে পারবেন

৩। এবার যে পেজটিতে Access পেয়েছেন ঐটায় চলে যান এবং Channel বাটনটিতে ক্লিক করুন

৪। তারপর Get Started এ ক্লিক করুন

৫। তারপর আপনার চ্যানেলের নাম লিখে Create বাটনে ক্লিক করুন

৬। তো ফাইনালি আমাদের Broadcast Channel তৈরি করা হয়ে গেছে

তো এখন আপনি চাইলে আপনার Broadcast Channel ব্যাবহার করে আপনার নতুন কোন কন্টেন্ট লিংক বা কোন important notice আপনার ফ্যানদেরকে পাঠিয়ে দিতে পারবেন

Video Tutorial

7 thoughts on "টেলিগ্রামের মতো এখন ফেসবুকেও Broadcast Channel তৈরি করুন"

  1. Emon Contributor says:
    Vai amar page a 30k follower assilo kori ni akhon are hocce na active page please help me
    1. Kazi Mahbubur Rahman Author Post Creator says:
      হওয়ার তো কথা আবার ট্রাই করে দেখুন
      না হলে ফেসবুকে নক দিন=>https://facebook.com/MahbubDev
  2. Somrat Ahmed Contributor says:
    page sara ki hobe na?
    1. Kazi Mahbubur Rahman Author Post Creator says:
      Na
  3. mahim2007 Contributor says:
    ভাই, আমার আইডি তে ১৩ কে ফলোয়ার।
    আমার হয় না তো

Leave a Reply