আমরা সবাই জানি এনিমে লাভার দের জন্য Crunchyroll হচ্ছে অনেক মুল্যবান এক জিনিস।
Crunchyroll মূলত বানানোই হয়েছে এনিম লাভারদের কে টার্গেট করে ।
এনিমে কিন্তু অনেক প্লাটফর্মেই দেখা যায় , যেমনঃ Netflix ।
কিন্তু Crunchyroll এর জায়গা আমার মনে হয়না কোন প্লাটফর্ম দখল করতে পারবে ।
Crunchyroll এর মধ্যে আপনি হিন্দি ডাবিং , জাপানিস , ইংলিশ ডাবিং এনিমে পেয়ে যাবেন ইন্সট্যান্ড।
যেহুতু এত এত ফিচার আছে তাই কোনভাবেই এই প্লাটফর্ম তো আর ফ্রি হতে পারে না তাই না ?
তাহলে Crunchyroll premium কিনতে আমাদের কত টাকা গুনতে হবে ?
নিচে আপনার সুবিধার্থে স্কিনশট দিয়ে দিলাম ।
তবে আপনি ক্রয় করার আগে কিন্তু চাইলে ১৪ দিন এর ফ্রী ট্রায়াল ও নিতে পারবেন।
ওকে যাই হোক আমাদের টপিক এটা না।
আমি আপনাদের কে আজকে এই পোস্ট এ Crunchyroll Premium Account এর Cookie দিব।
যা ব্যবহার করে আপনি ফ্রি তে Crunchyroll Premium Accoun এর স্বাদ নিতে পারবেন ।
তো চলেন আর কথা না বাড়াই ।
এইটা মোবাইল এবং পিসি দুই জায়গায় ব্যবহার করতে পারবেন। তাই টেনশন এর কিছুই নাই ।
মোবাইল ব্যবহার কারিরা KiWi Browser এ Extension Installed করবেন ।
আমরা এখন আমাদের Cookie Editor Extension টি Chrome ব্রাউজার এ ইন্সটল করব।
লিংক দিয়ে দিলামঃ Cookie Editor
আমার করাই আছে তাই লাগবে না আপনি করে নিয়েন।
এইবার নিচের লিংক থেকে কুকি কপি করে নিন।
এইবার কপি হয়ে গেলে
এখানে ক্লিক করে crunchyroll এ জান ।
এইবার Cookie Editor এর মধ্যে ক্লিক করে সব কুকি ডিলিট করে ফেলুন।
এইবার Import এ ক্লিক করে পেস্টবিন এর কপি করা কুকি গুলো পেস্ট করে ইম্পর্ট করে দিন ।
রিফ্রেস দিন কাজ শেষ ।
আপনি হয়তো দেখছেন আমার আগে থেকেই লগিন করা ।
আমি লগিন অবস্থা তেই টিটোরিয়াল টা বানাচ্ছি । আমি আলাদা করে এইসব আর করে দেখাই নাই ।
এখন কথা হচ্ছে কুকি টা বর্তমানে কাজ করছে ।
আপনি হয়তো দেখতে পাচ্ছেন ।
তো এখন আর বলার মত কিছু নাই , যারা যারা প্রয়োজন মনে করেন ট্রাই করতে পারেন ।
প্লিজ দয়া করে কেউ লগ আউট কইরেন না ।
সৌজন্যে আমার সাইট
Valo Post >>>> Tnx for this trick