সময়টা ( ২০১৬ – 2016 ) প্রথম একটু একটু ইন্টারনেটের গভীরে প্রবেশ করার চেষ্টা করছিলাম । সাথে ছিলো ভাইয়ার পুরোনো বাসায় ফেলে রাখা একটি জাভা ( Java ) 2G ইন্টারনেট স্পিডের মোবাইল ফোন । লক্ষ ছিলো যে করেই হোক ইন্টারনেটে নিজের নামে একটি ওয়েবসাইট তৈরী করতে হবে । তখন টুকটাক গুগলে সার্চ করে নানান ধরণের ওয়েবসাইট ঘুরে ঘুরে দেখার মতো জ্ঞান ছিলো । সেই সময় আমার ফোনের সব থেকে বেশি সার্চ করা বাক্যটি ছিলো “How To Create Website Using Mobile Phone” তো এইভাবে সার্চ করতে করতে এক সময় আমি পেয়ে গেলাম ট্রিকবিডি ( Trickbd.com ) নামক একটি ওয়েবসাইট যেখানে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরী করা সম্পর্কে প্রচুর কন্টেন্ট লেখা ছিলো তাও আবার সম্পূর্ণ বাংলায় । তো তখন থেকে ট্রিকবিডি-কে আমার অনেক ভালো লেগে যায় । প্রতিদিন সেই সময় ট্রিকবিডিতে প্রতি ১০-১৫ মিনিট পর পর নতুন নতুন ব্লগ পোস্ট পাওয়া যেতো । তো সময় পেলেই ঢুকে পড়তাম সোজা ট্রিকবিডি্তে ( Trickbd.com ) আর প্রতিদিন নতুন নতুন জিনিস শিক্ষে ফেলতাম খুব সহজেই ।
সেই সময় জাভা ( Java ) এবং সিম্বিয়ান ( Symbian ) ফোনের খুবই জনপ্রিয়তা ছিলো এন্ড্রয়েড ( Android ) ফোন ও ছিলো তবে এর ব্যবহারকারীর সংখ্যা ছিলো অল্প । আর সেই যুগে যারা টেকনোলোজি প্রেমিক মানুষ ছিলো তাদের অন্য রকম একটি আবেগের নাম ছিলো ট্রিকবিডি ( Trickbd.com ) যা আমার শৈশবের প্রথম প্রেম । ট্রিকবিডিও ঐ সময় খুবই জনপ্রিয়তা অর্জন করেছিলো প্রতিটি পোস্টে হাজার হাজার ভিউজ পার হয়ে যেতো । তাছাড়া একটু আকর্ষণীয় বিষয়ের উপরে লেখাটা হলেই সেটি “HOT POST” এ চলে যেতো । তবে এই জায়গায় নিজের লেখা কন্টেন্টকে পৌছানোর জন্য দরকার হতো লক্ষাদিকের বেশি দর্শকের ভিউজ । যা ট্রিকবিডির ( Trickbd.com ) কাছে তখন খুব বেশি বড় বিষয় ছিলো না ।
তো ঐ সময় ট্রিকবিডিতে ( Trickbd.com ) এতো পরিমাণ ইউজার ছিলো যে, তখন এর এডমিন প্যানেলের পক্ষ থেকে ট্রিকবিডিতে ( Trickbd.com ) নতুন ইউজার রেজিস্ট্রেশন প্রসেস বন্ধ করে দেওয়া হয় । যদিও ২০১৭ তে আমার একটি একাউন্ট ট্রিকবিডিতে তৈরী করা ছিলো তবে আমি সেই একাউন্টের পাসওয়ার্ড এবং সেই একাউন্টের ই-মেইল এড্রেসটিও হারিয়ে ফেলি তাই আর ঐ একাউন্টিতে লগিন করা সম্ভব হয় না । তবে আবারো মাঝখানে আমি ( ১৩ ই অক্টোবর ২০১৮ ) তে কোনো এক সুযোগে ট্রিকবিডিতে ( Trickbd.com ) একাউন্ট রেজিস্ট্রেশন করে ফেলি । এবং এটাই হচ্ছে আমার সেদিনের সেই একাউন্টি যা আজও আমার কাছে এক মূল্যবান রত্ন হিসাবে আছে ।
ট্রিকবিডি আসলে কি ?
ট্রিকবিডি ( Trickbd.com ) বাংলাদেশী প্রথম মোবাইল ভিত্তিক প্রযুক্তি ফোরাম এবং সম্প্রদায়। ওয়েব আর্কাইভ অনুযায়ী সর্বপ্রথম ( ২০১৩ – 2013 ) সাল থেকে অনলাইনে ট্রিকবিডির ( Trickbd.com ) যাত্রা শুরু হয় । এবং যেটি ২০১৭ থেকে ২০১৯ প্রযন্ত সর্বাধিক জনপ্রিয়তা লাভ করে, যা বাংলাদেশের ইন্টারনেট সম্প্রদায়ের মধ্যে এক বিশাল রেকর্ড । মূলত ট্রিকবিডি ( Trickbd.com ) প্রতিষ্ঠা করা হয় প্রযুক্তির জ্ঞান সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে । ট্রিকবিডির ট্যাগলাইন-ই হচ্ছে ( Know For Sharing ) শুধু নিজে জানলেই হবে না নিজের জানা জ্ঞানকেও সকলের সাথে ভাগাভাগি করাই হচ্ছে ট্রিকবিডির ( Trickbd.com ) কাজ । যে কেউ চাইলেই এখান থেকে প্রযুক্তি বিষয়ক নানান রকম জ্ঞান অর্জন করতে পারবে ট্রিকবিডি ( Trickbd.com ) থেকে ব্লগ পোস্ট পড়ার মাধ্যমে । আবার যে কেউ চাইলে ট্রিকবিডিতে ( Trickbd.com ) নিজের জ্ঞান ও শেয়ার করতে পারবে পোস্ট লেখার মাধ্যমে ।
যায়হোক যতটুকু পারলাম টিকবিডির ( Trickbd.com ) পরিচয়টা আমি আমার মতো করে দিয়ে দিলাম । এবার আসুন আমার গল্পে ফিরে আসি
তো প্রতিদিন এভাবে নিয়মিত ট্রিকবিডিতে ( Trickbd.com ) ভিজিট করতে করতে এক সময় আমিও ট্রিকবিডির সব কিছুই বুঝে গেলাম । তারপর আমারো ইচ্ছা হচ্ছিলো যে আমি যা জানি বা আমার যতো রকম প্রযুক্তি বিষয়ক জ্ঞান আছে সব কিছু আমি ট্রিকবিডির মাধ্যমে মানুষের কাছে পৌছে দিব । যেই কথা সেই কাজ ছোট্ট একটা পোস্ট লিখে সাবমিট করলাম কিন্ত দেখলাম এটা এখনো পাবলিশ হয় নি পেন্ডিং হয়ে আছে । অনেকদিন অপেক্ষা করলাম কিন্ত পোস্ট আর পাবলিশ হলো না । পরবর্তীতে নানান সময় নানান রকম পোস্ট করে সাবমিট করেছি কিন্ত সব রিজেক্ট করে দেওয়া হয়েছে । তবে আমি কখনোই হাল ছাড়ি নাই এবং পরিশেষে ( ২০ ই আগস্ট ২০১৯ – 2019/08/20 ) তারিখে আমার একই সাথে ৩ টি পোস্ট ট্রিকবিডিতে পাবলিশ হয় এবং সেই সঙ্ঘে আমাকে ( Trainer / Author ) পদটি দেওয়া হয় । এটা দেখে আমি তো মহা খুশি ! তো সেদিন থেকে ট্রিকবিডিতে আমার কন্টেন্ট লেখা শুরু করি , যখনই নতুন কিছু জানতাম তখনই সেটি ট্রিকবিডিতে কন্টেন্ট আকারে মানুষের কাছে পৌছে দিতাম ।
( চিত্রঃ বর্তমান ট্রিকবিডি / Trickbd 2023 )
চির চেনা সেই পুরোনো ট্রিকবিডি আজ বড্ড অচেনা হয়ে গেছে । পুরোনো সেই ইউজার গুলোউ এখন আর কেউ একটিভ নাই । আগের মতো অথর গুলো আর প্রতিনিয়ত পোস্ট করে না । পোস্ট ভিউজ ও আগের থেকে অনেক কমে গেছে । তবে এখনো ট্রিকবিডির প্রতি সকলের ভালোবাসাটা একই আছে । যুগের বিবর্তনে মানুষের হাতে হাতে এখন অনেক দামি দামি মূল্যের মোবাইল ফোন । জাভা ( Java ) এবং সিম্বিয়ান ( Symbian ) বলতে গেলে এখন বিলুপ্ত তাই সেই সাথে হারিয়ে গেছে ট্রিকবিডির পুরোনো মানুষ গুলোও ।
( চিত্রঃ পুরোনো ট্রিকবিডি / 14 Jan 2013 )
সময়ের সাথে সাথে ট্রিকবিডির ( Trickbd.com ) ব্যবহারকারীদের নানান সুবিধার্তে ট্রিকবিডিতে নানান ধরণের আপডেট এসেছে । যারা পুরোনো ইউজার আছে তারা অনেকেই এসকল আপডেটের সাথে পরিচিত । যায়হোক এই ছিলো ট্রিকবিডি ( Trickbd.com ) আমার জীবনের প্রথম ভালোবাসার একটি ছোট্ট প্রতিবেদন । আমি জানি আমার মতো অনেকেরই ট্রিকবিডির ( Trickbd.com ) সাথে অনেক ভালোবাসা আবেগ জরিয়ে আছে যা সারাজীবন মনে রাখার মতো । সারাদিনের পড়ালেখার চাপ দিন শেষে একটু ফোন হাতে পেয়েই ট্রিকবিডিতে ( Trickbd.com ) ঢুকে টেকনোলোজি বিষয়ক নতুন কিছু শিক্ষে সেগুলো বন্ধুদের মাঝে দেখিয়ে সেরা হওয়ার আনন্দটাই ছিলো আলাদা । যা হয়তো অদূর ভবিষ্যতে অনেক টাকা পয়সা খরচ করেও পাওয়া সম্ভব নয় । সকলের কথা জানি না কিন্ত আমি কোনোদিন ট্রিকবিডিকে ভুলতে পারবো না । কারণ এটি ছিলো আমার জীবনের প্রথম প্রেম ।
তো কেমন লাগলো আমার পুরোনো দিনের গল্পটা শুনে ? আশা করছি ভালোই লেগেছে ? যদি ভালো লেগে থাকে তাহলে আপনিও আপনার এবং ট্রিকবিডির পুরোনো কিছু স্মৃতি আমাদের সাথে শেয়ার করতে পারেন ।
নিয়ন ভাইরা চলে গেলো; ধীরে ধীরে চলে গেলো সেই সময়কার অনেক বড় মাপের অথর ভাইরা!
কোথায় যে সবাই হারিয়ে গেলেন! তারপর থেকে ট্রিকবিডির সেই পুরানা নস্টালজিক ফিলিংসটা হারাতে থাকি। আগের মতো মনে হয় না কেউ এখন কোনো নির্দিষ্ট অথরদের পোস্টের অপেক্ষায় থাকে। এখন দেখি, এই একজন আসে ফের চলে যায়! তখনকার মতো অভিজ্ঞ ভাইদের হয়তো আর সময়ই হয় না পোস্ট লেখার!
তবুও এখনো ভালোবেসে প্রায়ই ফিরে আসি ট্রিকবিডিতে! ভাবি, হয়তো আবার সেই ভাইদের কোনো লেখা দেখতে পাব আজ!❤
আমার মনে আছে, আগে বাটন ফোন দিয়ে সারাদিন কতশত বার ট্রিকবিডিতে প্রবেশ করতাম, কত শত আর্টিকেল দেখতাম। কারন তখন ট্রিকবিডিই একমাত্র ভরসার নাম ছিলো।
অসংখ্য ধন্যবাদ ট্রিকবিডি। আউয়ার ফার্স্ট টেক ফলোয়েড ওয়েবসাইট।
feel it here:
https://web.archive.org/web/20150923050850/https://trickbd.com/
আমার এখনো মনে পড়ে, Sprint d77 একটা মোবাইল ছিলো ওইটা দিয়ে প্রিয় ট্রিকবিডি ভিজিট করতাম, বারবার Not enough memory বলে বের করে দিত। তখন হয়ত ২০১৪ ছিলো, Technology জানার আমার একমাত্র মনে হত ট্রিকবিডি।
তারপর কিনি Nokia 2700c ট্রিকবিডিতে শুরু হয় দিনে ৪/৫ বার আমার আসা-যাওয়া।
এখনো ট্রিকবিডিতে আসি কিন্তু সেই আগের মতো আর না, হয়ত সাপ্তাই নাহলে মাসে !!!
সেটি ব্যবহার করতে পারেন সকলে।
আপনাদের মূল্যবান পরামর্শ ও সাপোর্ট দিয়ে এগিয়ে নিতে সহায়তা করবেন।
মেইল: [email protected]
switch করে ট্রাই করুন।
Java,symbian, android 2 evabei aj…..
Koto kisu korsi vai esob mone porle buker moddhe baje…rat jege post er wait kortam kokhon sim er mb server a plm hobe? koto kisu vai?
Ahh bole sesh kora jabe na?
Thanks Rana vai…
Miss you man
আমার এক কাছের বন্ধু থেকে rana config: free net ব্যাবহার করতে এসে এই trickbd সাথে ই আছি প্রায় প্রতিদিন ৪/৫ বার ভিজিট করি।
কিন্তু আগের মতো সেই সাধ টা আর পাই না
Somoy golu valo chilo onek
শুরু থেকে বেশ কয়েক বছর ট্রিক বিডির খুবই জনপ্রিয়তা ছিলো। কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে চলতে না পারায়, আজকাল হারিয়ে যাচ্ছে প্রিয় ট্রিক বিডি ?
আমার কাছে মনেহয়, ট্রিকবিডির এখন ইউটিউবে এক্টিভিটি বাড়ানো উচিৎ।
কিন্তু, প্রয়োজনীয় তেমন কিছু এখন পাওয়া যায়না। ইউটিউবে গিয়ে খুঁজতে হয় এখন। ?
Love you Trickbd.
Maje.maje kost lage
Tar por o aci jekunu poyujone sobar age Ami trickbd dei search dei Google er age ?
আমি আপনার মতো এতো পুরাতন ইউজার না হলেও, প্রায় ৬ বছর ধরে trickbd এর সাথে আছি? আই মিন ইউজার।
ক্লাস সেভেন এ এক বন্ধুর মাধ্যমে এই সাইটে প্রথম ভিজিট করি,, তারপর থেকেই ভালো লেগে যায়। কিছুদিন পর একাউন্ট করতে চাইলে তখন আবার নতুন একাউন্ট হচ্ছিল না।
তারপরেও প্রায় প্রতিদিন ভিজিট করা হতো। এবং আজ অবধি সপ্তাহে ৬ দিন ই trickbd ঘুরা হয়।
তখন ক্লাস এইটে পড়তাম!
তবে, সত্যিই ২০১৫-২০১৮ সালের মত আর এখন ভিজিট করা হয় না। তবুও যখন ই মনে পরে ফ্রি সময়ে ভিজিট করতে আসি।
Old user দের আবেগ লেগে আছে যে Trickbd তে। ভালোবাসা প্রিয় অবিরাম প্রিয় #Trikbd পরিবার ??