আসসালামুয়ালাইকুম! Trickbd বাসী কেমন আছেন আপনারা সবাই? আসা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।

আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে App এ Root ছাড়াই restricted screen shot অথবা record করবেন। তবে আগেই বলে রাখি system app এ হবে না । কেন হবে না সেটা post এ বুঝতে পারবেন। আবার সব app হবে না । তবে যেসব app এ হবে না সেগুলোর বিভিন্ন version try করলে হতে পারে।
আমি Telegram, Firefox, Facebook lite(lock profile ?)try করেছি, হয়েছে। কিন্তু মূল Facebook not working।তবে এর জন্য অবশ্যই Shizuku setup লাগবে।
Shizuku কি ? কিভাবে setup করতে হয় ? না জেনে থাকলে আমার পূর্ববর্তী পোস্টগুলো পড়তে পারেন।
Shizuku কী

Shizuku setup tutorial

Requirements

1.Shizuku setup
2.Lspatch apk
3.Disable flag secure apk

Setup Tutorial

1. প্রথমে আমাদের Lspatch install করতে হবে। GitHub download link:
Download

2.তারপর ওপেন করুন।এখন Shizuku পারমিশন চাইবে। পারমিশন দিয়ে নিন।

3.তারপর Shizuku service available দেখাবে।

4.এখন , এইখান থেকে Disable flag secure apk download করুন এবং install করুন।

Download

5.যদি Telegram এ module ব্যবহার করতে চান তাহলে আগেই
এখানে
গিয়ে login করে নিন। কারণ পরে module patch করলে number এ sms আসবে নাহ।

চাইলে Telegram beta use করতে পারেন, Code পাওয়ার জন্য।

6.আমি Telegram এ module patch করে দেখাচ্ছি।

7.এখন , Lspatch open করে এইখানে ক্লিক করুন।

8.তারপর এই (+) চিহ্নতে ক্লিক করুন।

9.তারপর এখানে ক্লিক করুন।

10.এখন দেখুন app list এ system app নাই। একারণে system app এ হয়না। যাইহোক আমি Telegram select করেছি।

11.তারপর Integrated এ ক্লিক করুন।

12.তারপর Embed Modules এ ক্লিক করুন।

13.তারপর installed App এ ক্লিক করুন।

14.তারপর Disable flag secure এ ক্লিক করে। নিচে ✅ এই চিহ্নতে ক্লিক করুন।

15.Version code এ ক্লিক করে

Start patch এ ক্লিক করুন।

16. কিছুক্ষণ পর install আসবে। install এ ক্লিক করে uninstall করে নিন।

17.Telegram private group ?

18.Firefox Private mode?

# কিছু app first open এ time নিবে । একবার বা দুইবার crash করতে পারে প্রথম open এ। আবার কিছু App এ ২-৩ বার try করে ও হয় না।বুঝতেই পারছেন Lspatch কয়েক মাস আগে আসছে, তবে ধীরে ধীরে module কার্যকর হবে।

##তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ। কোন কিছু বুঝতে না পারলে নিচে comment করুন।

17 thoughts on "??Restricted Screen shot or record bypass. No Root, No Xposed Framework."

  1. Sohelarman4374 Author says:
    সুন্দর পোস্ট
  2. Avatar photo Code-x Author Post Creator says:
    Thanks jajakalh?
  3. Avatar photo Code-x Author Post Creator says:
    Computer CMD shell
    1. Avatar photo Code-x Author Post Creator says:
      Ar maddome PC Sara root Korte parben
  4. Avatar photo khanreturns Contributor says:
    What’s App হয়??
  5. Avatar photo Code-x Author Post Creator says:
    Check koren try koari nai.
  6. S Contributor says:
    Thanks
    1. prediksi angka togel Contributor says:
      Amar telegram a code ase na… Login korte pari na… Beta version o kaj hoy na…
    1. Avatar photo Code-x Author Post Creator says:
      Thanks vai, jajakalh.
  7. Avatar photo Juyel Ahmed Contributor says:
    WhatsApp er sathe o kaj kore, kintu porobortite ekTa somossa srishTi hoy, call korte gele WhatsApp crash kore, zodi ei problem er somadan thake tahole janaben
    1. Avatar photo Code-x Author Post Creator says:
      Try different version.Hope u can solve problem.
  8. Avatar photo Md Rasel Rahman Rocky Contributor says:
    সবকিছু ঠিক আছে।
    ফেসবুক ট্রাই করে দেখলাম ইনস্টল হওয়ার পরে অ্যাপে ঢুকলেই বের করে দিচ্ছে।

    ডিভাইসঃ Vivo Y21T

    1. Avatar photo Code-x Author Post Creator says:
      Fb neya Post Korbo wait koren
    2. Avatar photo Code-x Author Post Creator says:
      Lite version ay hoy .na hole fb onno version gula try koren

Leave a Reply