নিরাপত্তার অজুহাতে গত বছর বাংলাদেশে আসেনি অস্ট্রেলিয়া
ক্রিকেট দল। এমনকি বাংলাদেশে অনুষ্ঠিত যুব বিশ্বকাপেও তাদের অনূর্ধ্ব-১৯ দলকে পাঠায়নি। এতে দুই দেশের বোর্ডের সম্পর্কে কিছুটা হলেও ছেদ পড়েছে! তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আশায় ছিল, একদিন দেশে আসতেই হবে তাদের। হলো ঠিক তা-ই। আগামী বছর (২০১৭) বাংলাদেশ সফরে আসতে চায় অস্ট্রেলিয়া।

বাংলাদেশ নয়, সিরিজ আয়োজন করতে মরিয়া অস্ট্রেলিয়া। অসি ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিসিবির কাছে প্রস্তাবও এসেছে। প্রস্তাবটি দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড, যিনি গতবার বাংলাদেশে আসতে দেননি স্মিথ-ম্যাক্সওয়েলদের!

সম্প্রতি ট্যুর করার জন্য বিসিবির সঙ্গে যোগাযোগের ব্যাপারটি নিশ্চিত করে সাদারল্যান্ড বলেন, ‘আমরা বিসিবির সঙ্গে এ ব্যাপারে কথা কথা বলেছি। তারা জানে এবং বোঝে যে আমরা একটি ট্যুর করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। কেননা একটি সফর বাতিল করা হয়েছিল। আমরা বাংলাদেশে এসে ক্রিকেট

খেলতে চাই।

ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন TipsaLL24.com

Leave a Reply