চুলের যত্নে নানা রকম হেয়ার
প্যাক ব্যবহার করা হয়ে
থাকে। এর মধ্যে মেহেদি
প্যাক অন্যতম। এটি চুল পড়া
রোধ করে প্রাকৃতিকভাবে চুল
কালার করে থাকে। আরও
একটি উপাদান আছে যা চুল
নরম-কোমল করে, খুশকি রোধ
করে চুলকে মজবুত করে তোলে।
তা হল টক দই। অনেকেই
জানেন চুলের খুশকি দূর করার
জন্য টক দই বেশ কার্যকর। শুধু
খুশকি দূর করা নয় চুলের আরও
অনেক সমস্যা সমাধান করে
দিতে পারে টক দই-এর হেয়ার
প্যাক।
চুলের সমস্যা দূর করতে টক
দইয়ের হেয়ার প্যাক-
চুলের সমস্যা দূর
করতে টক দইয়ের
হেয়ার প্যাক
১। চুল নরম কোমল করতে
টক দই, নারকেল তেল এবং

অ্যালোভেরা জেল ভাল করে
মিশিয়ে প্যাক তৈরি করে
নিন। এই প্যাকটি চুলে ব্যবহার
করুন। ১৫ মিনিট পর শ্যাম্পু
করে ফেলুন। প্রাণহীন,
নির্জীব, রুক্ষ চুলকে নরম,
কোমল, এবং ময়োশ্চারাইজ
করে তুলবে এই প্যাকটি।
নিয়মিত ব্যবহারে এই প্যাকটি
চুলের রুক্ষতা দ্রুত দূর করে
দেবে।
২। চুল পড়া রোধ
১/৪ কাপ মেথি গুঁড়োর তার
সাথে ১ কাপ টক দই মিশিয়ে
পেস্ট তৈরি করুন। মাথার
তালুসহ সম্পূর্ণ চুলে এই
প্যাকটি ব্যবহার করুন। ২ ঘন্টা
রেখে শ্যাম্পু করে ফেলুন।
এটি সপ্তাহে এক বার ব্যবহার
করুন। এই প্যাকটি চুল পড়া
রোধ করতে সাহায্য করে।
৩। রুক্ষতা দূর করতে
টকদই, বাদাম তেল এবং একটি
ডিম ভাল করে মিশিয়ে প্যাক
তৈরি করে নিন। এই প্যাকটি
চুলের গোড়া থেকে সম্পূর্ণ
চুলে ভাল করে লাগিয়ে রাখুন।
৩০ মিনিট পর চুল শ্যাম্পু করে
ফেলুন। ডিমের পুষ্টি এবং
তেলে চুলের রুক্ষতা দূর করে
দিয়ে চুল স্লিকি করে তোলে।
৪। খুশকি দূর করতে
মাথার তালুর রুক্ষতা, খুশকি
দূর করতে এই প্যাকটি বেশ
কার্যকর। তিন টেবিল চামচ
অলিভ অয়েল টক দইয়ের সাথে
ভাল করে মিশিয়ে প্যাক
তৈরি করে নিন। এটি মাথার
তালুতে ১০ মিনিট চক্রাকারে
ম্যাসাজ করে লাগান। ৩০
মিনিট পর শ্যাম্পু করে চুল ধুয়ে
ফেলুন। এই প্যাকটি সপ্তাহে
দুই বার ব্যবহার করুন।

♦♦♦♦Visit My Site .. ♦♦♦

3 thoughts on "চুলের সমস্যা দূর করতে টক দইয়ের হেয়ার প্যাক"

  1. itman Contributor says:
    hamwap .com এ ম্যালওয়ার
    ট্রোজান ভাইরাস ছেড়েছে
    ভিসিট করলেই মরবেন ,, ফোন
    নস্ট হয়েছে আমার ,, সবাই
    শেয়ার করেন
  2. tatabd Contributor says:
    tatabd.com এ টিউনার দরকার চাইলে যে কেউ হতে পারেন
  3. itman Contributor says:
    ha… php server a hosting upload disa. hamwap a dhukle apnar ojante kicu file download hobe.and net auto on kore ads diba

Leave a Reply