[Root][Awesome] এবার আপনার ফোনে চালান TrickBD এর Official Bootanimation – by Riadrox
Introduction
অনেকদিম ধরে ট্রিকবিডিতে আসতে পারিনি, কাউকে হেল্প করতেও পারিনি। সেজন্য দুঃখিত।
আসলে আমার পরীক্ষা চলছিল, যদিও এখনো চলছে।
কঠিন বিষয়গুলি সব শেষ। কাল গনিত দিতে পারলেই বাঁচি।তাই সবাই দোয়া করবেন যেন ভালভাবে পরিক্ষা দিতে পারি।
এখন থেকে রেগুলার পাবেন ইনশাআল্লাহ !!
## ট্রিকবিডির এই বুটএনিমেশনটি আমার নিজের তৈরি। অনেক দিন আগেই তৈরি করেছিলাম কিন্তু কাজ করছিল না।
গতকাল সমস্যাটার সমাধান পেয়ে ঠিক করলাম। তাই আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম ট্রিকবিডির বুটএনিমেশন।
## জানি সবাই ট্রিকবিডির বুটএনিমেশন নিজের ফোনে লাগাতে চাইবেন না। তবুও সবাই একবার ট্রাই করে কেমন হয়েছে বললে, আরও উৎসাহ পাব নতুন কিছু করার।
ধন্যবাদ।
সতর্কতা
## আপনার ফোনটি রুটেড হতে হবে।
## এটা Flashable Zip সো এটা ফ্লাশ করতে নিচের নিয়ম অবলম্বন করুন।
## ফ্লাশ দেওয়ার আগে ফোনের স্টক বুটএনিমেশন অবশ্যই ব্যাকআপ রাখবেন। যাতে পুনরায় আগের অবস্থায় আসা যায়।
## আপনার ফোনে CWM ইনস্টল না থাকলে পরের মেথড চেক করুন।
যেভাবে স্টক বুট এনিমেশন ব্যাকআপ রাখবেন
## Mixplorer দিয়ে Root/System/media ফোল্ডারে যান।
## Bootanimation.zip টা কপি করে SDcard এ রাখুন।
## এবং ঐখান থেকে বুটএনিমেশন ডিলিট করে দিন।
TrickBD Bootanimation Flash করার পদ্ধতি।
## প্রথমে নিচ থেকে কম্প্রেস করা মাত্র 837 কেবির বুট এনিমেশনটি ডাউনলোড করে নিন।
$$ TrickBD Official Bootanimation Flashable
## বুটএনিমেশনটি ডাউনলোড করে SDcard এ যেকোনো ফোল্ডারে রাখুন।
## CWM রিকভারি তে যান। (Recommended to use Power Menu)
## Go back >> Install zip from sddcard>Choose zip from sdcard > select bootanimation zip>Install it.
## ইনস্টল শেষ হলে reboot system now
## কাজ শেষ।
যাদের CWM/TWRP নাই তারা কি করবেন?
## ঐ ডাউনলোডকৃত Zip Extract করেন। EsFile Explorer বা Zarchiever দিয়ে।
## Zip এর System/media থেকে bootanimation.zip কালেক্ট করেন।
## Root Browser দিয়ে Root/system/media ফোল্ডারে পেস্ট করুন।
## Option থেকে Permission rw-r-r করে দিন।
## ফোন রিবুট দিন । কাজ শেষ।
আবার আগের অবস্থায় যেতে যা করবেন
## আপনি যে বুটএনিমেশনটি ব্যাকআপ রেখেছিলেন ঐটা
## Root Browser দিয়ে Root/system/media ফোল্ডারে পেস্ট করুন।
## Option থেকে Permission rw-r-r করে দিন।
## ফোন রিবুট দিন । কাজ শেষ।
———————————————
,
,
,
,
,
,
,
,
এই পোস্ট অন্য কোথাও পোস্ট করা হয়নি। গুগলে নেই। তাই কপি করবেন না,ধরা খাবেন না।করলে লিংক ঠিক রাখবেন।
ধন্যবাদ।
সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
Message: fb/roxtrick
amar galaxy j7 clone mobiler jonno cwm/twrp khuje pacci na . but recovery mood install kora khub proyojon. computer o nai j nejai toiri korbo . apnii amake help korte parben.Ami payment korbo. plz akta recovery.IMG create Kore din plz plz plz !!!
আপনি বললেন,বুট এনিমেশনটি আপনি তৈরি করেছেন, android দিয়ে কি boot animation তৈরি করা যায়?
download করার পর যখন ফাইল ম্যানেজারে গেলাম তখন একটা পপ আপ এড আসলো। ওইটা কিভাবে করে?
anyway……..boot animation টা সুপার ছিল।।