আধুনিতকার ছোয়ায় স্মার্টফোন এখন সবার হাতে হাতে। তবে এই শখের স্মার্টফোনটিতে দিতে হয় নিরাপত্তার জন্য পার্সওয়ার্ড বা প্যাটার্ন। যদি এমন হয় আপনি আপনার প্যার্টান লক ভুলে গেছেন। কি করবেন তখন ? অনেকেই মেকানিকের কাছে যান। তবে এর সমস্যার সমাধান কিন্তু আপনার হাতেই। আসুন আজ আমরা জানবো স্মার্ট ফোনের প্যাটার্ন লক হলে কি করবেন।


প্যাটার্ন লক ভুলে গেলেও এই পদ্ধতিতে আপনি খুলতে পারবেন-
১) প্রথমে আপনার ফোনটি সুইচ অফ করুন।
২) এবার একইসঙ্গে ফোনের ভলিউম বাটন, পাওয়ার বাটন এবং হোমস্ক্রিন বাটন প্রেস করুন।
৩) এবার আপনি স্ক্রিনে ৫টি অপশন দেখতে পাবেন।
i) Reboot data.
ii) Wipe data/factory reset.
iii) Install update.
iv) Power down.
v) Advance option.
৪) এবার এই ৫টি অপশনের মধ্যে Wipe data/factory reset অপশনটি সিলেক্ট করুন। তারপর yes প্রেস করুন। তবে yes সিলেক্ট করার আগে মনে রাখবেন আপনার ফোনের আগেকার সমস্ত ডেটা কিন্তু মুছে যাবে। তাই সবসময় ব্যাক-আপ নিয়ে রাখবেন, যাতে এরকম পরিস্থিতিতে পড়লে আপনার গুরুত্বপূর্ণ কোনও তথ্য হারিয়ে না যায়।
৫) এবার আপনার ফোনটি নিজে থেকেই রিস্টার্ট হয়ে যাবে। রিস্টার্ট হওয়ার পর আপনি আপনার ফোন আবার আগের মতো ব্যবহার করতে পারবেন। এবং নতুন প্যাটার্ন লক দিতে পারবেন।
আজ এ প্রর্যন্তই। আগামীতে আরো কিছু নতুন ট্রিকস নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।

♦♦♦♦Visit My Site .. ♦♦♦

6 thoughts on "প্যাটার্ন লক বা পার্সওয়ার্ড ভুলে গেলে যা করবেন"

  1. ar jack Contributor says:
    vai ata sob phone hoy na
  2. BDAtikur Contributor says:
    wWw. TechBuzz24 .CoM The best tips & tricks store
  3. আগে থেকেই জানতাম
  4. Tahmid Contributor says:
    পোস্টে কিছু সমস্যা আছে ।
  5. khalid hasan tuhin Contributor says:
    home screen button konta?screen shot diye dakhan

Leave a Reply