আসসালামুয়ালাইকুম

আজকে WiNDOWS 11 এর একটা লাইট ভার্সন Introduce করবো। এই লাইট ভার্সনটি মূলত তাদের জন্য যাদের কম্পিউটারের পার্ফরমেন্স অনেক খারাপ; কোনো কাজ করতে গেলেই ল্যাগ দেয়হ্যাং করে তাদের জন্য। আর এটা শতভাগ নিরাপদ।

আর হ্যা যেহেতু এটা উইন্ডোজ ১১, তাই যাদের কম্পিউটারের র‍্যাম ৪ জিবি তাদের জন্য মূলত এই বিল্ডটা। এই বিল্ডে প্রায় সব ধরনের ফিচার রাখা হইছে, যা বাদ দেয়া হইছে তা একদমই সামান্য যা আসলে তেমন কারোই কাজে লাগেনা

Overview (বিল্ডের তথ্য):

💥প্রাইভেসি, ডাটা শেয়ার ডিসেবল ও পার্ফরমেন্স ইম্প্রুভমেন্ট করা হয়েছে

💥 TPM, 4 GB RAM আর SECURE Boot বাদ দেয়া হয়েছে

💥 ল্যাপটপ-ডেস্কটপ, নতুন-পুরাতন যেকোনো কম্পিউটা্রেই চলবে

💥Dot Net 3.5 এনাবল করা আছে (এটা বিজয় বায়ান্ন-সহ বিভিন্ন সফটওয়ারে লাগে)

💥সকল প্রকার এনিমেশান এনাবল করা আছে

💥 ভার্চুয়াল র‍্যাম এনাবল আছে, যাতে লো-এন্ড কম্পিউটারে বড় সফটওয়ার ক্র্যাশ না করে

 

 

 

 

Installation (& Recommendation)

  • অবশ্যই ক্লিন ইন্সটল করুন মানে আগেরটা ডিলেট করে

  • USB ড্রাইভে ISO বুট করতে Rufus সফ্টওয়্যার ব্যবহার করতে পারেন (অন্যান্য দিয়ে করলেও সমস্যা নেই)

  •  বাংলাদেশে মাক্সিমাম কী-বোর্ড ই-এস টাইপের তাই শুরুতে কী-বোর্ড লে-আউট US সিলেক্ট করুন

    •  পছন্দসই পার্টিশনে ক্লিন ইন্সটল দিন; মানে সেটাপের সময় ‘Custom Installation’ সিলেক্ট করুন

  • ইনস্টলেশন সম্পূর্ণ হওয়ার পরে, কম্পিউটার একবার রিস্টার্ট হবে

  • সেটাপের সময় অবশ্যই ইন্টারনেট লাগানোর দরকার নেই

  • পেন ড্রাইভ বুট করার সময় ‘Disable Bitlocker Drive Encryption’ এনাবল রাখবেন। (এমনি Bitlocker অফ আছে বাট বেটার সেফটির জন্য RUFUS দিয়ে বুট করলে এটা টিক দিয়ে দিবেন)

যা বাদ দেয়া হয়েছেঃ

যেসব সফটওয়ার বাদ দেয়া হইছেঃ

Clipchamp

News

Weather

Xbox (চাইলে রি-ইন্সটল করা যাবে)

GetHelp

GetStarted

Office Hub

Solitaire

PeopleApp

PowerAutomate

ToDo

Alarms

Mail and Calendar

Feedback Hub

Maps

Sound Recorder

Your Phone

Media Player

QuickAssist

Internet Explorer

Tablet PC Math

Edge

OneDrive

Eye Control

Microsoft Sticky Notes

Smart Screen

 

যেসব কম্পোনেন্ট/ফিচার বাদ দেয়া হইছেঃ

Windows Defender (ডিসেবল আছে, চাইলে এনাবল করা যাবে)

Windows Update (এই ঝামেলা পুরোপুরি বাদ দেয়া হইছে)

Logging বাদ দেয়া হইছে (এটা হুদাই কম্পিউটারের বিভিন্ন কাজের হিস্টরি রাখে)

Telemetry বাদ দেয়া হইছে (এটা কম্পিউটারের উপর নজরধারি করে, মাইক্রোসফটের কাছে ডাটা পাঠায়)

Windows Component Store (WinSxS)

Kernel Debugging

Microsoft Family (Parental Controls)

Not Sure about Microsoft Store

User Experience Virtualization

Bitlocker Drive Encryption

Windows Spotlight

Smartscreen

Windows Firewall (চাইলে এনাবল করা যাবে)

WinRE

আরো হয়তো কিছু আছে যা বাদ/ডিসেবল করা হইছে

বি.দ্রঃ যেহেতু এই বিল্ডে কোনো ব্রাওজার নাই তাই,

পেন ড্রাইভে আগেই ইন্সটলার ফাইল সেভ রাখতে পারেন

অথবা,

মোবাইলে ডাউনলোড করে, ইউএসবি ক্যাবল দিয়ে কম্পিউটারে নিয়ে আসতে পারেন

ক্রোমের অফলাইন ভার্সনের লিঙ্কঃ https://www.askvg.com/official-link-to-download-google-chrome-standalone-offline-installer/

অথবা,

Powershell এ এই বিশাল কোড টা লিখে করে ব্রাউজার ইন্সটল করতে পারেন

$Path = $env:TEMP; $Installer = “chrome_installer.exe”; Invoke-WebRequest “http://dl.google.com/chrome/install/375.126/chrome_installer.exe” -OutFile $Path\$Installer; Start-Process -FilePath $Path\$Installer -Args “/silent /install” -Verb RunAs -Wait; Remove-Item $Path\$Installer

কিছু কথাঃ

যারা উইন্ডোজ লাইট মোটামোটি চিনেন তাদের অনেকেই বলবেন এর স্টোরেজ সাইজ অনেক বেশি। আমারটার সাইজ বেশি কারন,

১/  আমি COMPACT OS ফিচার-টা এনাবল করি নাই, করলে সাইজ কমে বাট প্রসেসর ইউস অনেক বাড়ে

২/ আমি ভার্চুয়াল র‍্যাম এনাবল রাখছি, যাতে যাদের র‍্যাম কম তাদের যাতে সফটওয়ার ক্র্যাশ না করে; এটা কয়েক জিবি নিয়ে রাখে নেয়

পার্থক্য (Original vs Clean11)

ফাইল ডাউওনলোড

 

 

আমার টেলিগ্রাম চ্যানেলঃ

t.me/raiyanmodspc

 

 

 

 

আজকের মতো এই পর্যন্তই

গাযওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নিন, ফিলিস্তিনিদের জন্য দোয়া করুন, বয়কট অব্যাহত রাখুন,

বাংলাদেশ চিরজীবি হোক

আল্লাহ হাফেয।

20 thoughts on "WiNDOWS 11 এর লাইট ভার্সন; Clean11। Debloated Version of WiNDOWS 11; Clean11"

  1. Danger Rafi Author says:
    Moner moto post… Thank you so so much vai…👍
  2. Abdur Rahman Contributor says:
    1 week holo Tiny11 install korsi.. Install er por 17GB consume korsilo.. R Ram 2GB rakhe. Eta ki Tiny11 er thekeo better?
    1. Mohtasin_Nur_Raiyan Author Post Creator says:
      হুম, টাইনি থেকেও কিছুটা বেটার ইন টার্মস অফ রিসোর্স কনজিউমিং
    2. Mohtasin_Nur_Raiyan Author Post Creator says:
      হুম, টাইনি থেকেও কিছুটা বেটার ইন টার্মস অফ রিসোর্স কনজিউমিং।

      রিসোর্স কনজিউমিং এর পার্থক্য পোষ্টেই দেয়া আছে

  3. Khorshed Bhuiyan Contributor says:
    g drive link den
  4. Mahmud Contributor says:
    ami personally tiny11, atlasOs, clean11, optimum11 use kore dekhsi, amar preference er sathe and amar hardwere er sathe best performance optimum11 theke pasi.

    anyways nice post.

    1. আপনার পিসির কনফিগারেশন কি?
  5. Bita Paradox Contributor says:
    I currently using windows 10 lite……

    Should I convert ?

    1. Loading Contributor says:
      10 lite koi paichen?

      Ar configuration ki ?

    2. Bita Paradox Contributor says:
      I just download from FTP Server ………

      which config you wanna know ?

      just tell me fixed item, I will tell it’s available or not ?

    3. Mohtasin_Nur_Raiyan Author Post Creator says:
      Yeah, you can give it a try…also you can try it with Virtual Box if you have required Config COMPUTER, then you decide
  6. Jonh123 Contributor says:
    vai amar laptop windows 11 battery charge thake na charger plug in kora thaklau laptop bondhu hoye jai akhon ki korbo?
    1. Mohtasin_Nur_Raiyan Author Post Creator says:
      অনেক পুরাতন কম্পিউটারে এমন হয়

      খুব সম্ভবত রিয়েল টাইমে, চার্জ যে গতিতে হয় পাওয়ার ইউস এর থেকে বেশি

  7. LR Piash Contributor says:
    Vai kono softer install korte gele “The windows installer service could not be accessed” lekha ase

    atar somadhan ki

    1. Mohtasin_Nur_Raiyan Author Post Creator says:
      জানিনা, অনলাইনে দেখেন,

      কিছুই কাজ না করলে ডাটা ব্যাকাপ নিয়া ওইন্ডোজ আবার ইন্সটল করেন

    2. Rafi Anan Shaon Contributor says:
      Pore ki thik hoise ar na ki new Windows disen
  8. SbAmman Contributor says:
    Time ki 12 hour kora Jayna? Likha gulo onek wide hoye ase. File explorar e screen er baire cole jacche.
    1. Mohtasin_Nur_Raiyan Author Post Creator says:
      ডিসপ্লে ড্রাইভার ইন্সটল করেন

      12-Hour Time Format Settings Screenshot: https://imgur.com/a/BV5MQ3w

  9. Rafi Anan Shaon Contributor says:
    Microsoft Store pabo ki??? – janaben
    1. Mohtasin Nur Raiyan Author Post Creator says:
      nah remove kora ache…….

      alada kore msix installe kore dekhte paren

Leave a Reply