বৃহস্পতিবার ইডেন গার্ডেনে পাঞ্জাবের সামনে ১৬৫ রানের লক্ষ্য ছুঁরে কেকেআর। একদিকে পেস অন্যদিকে স্পিন আক্রমণের সামনে মাত্র ১৩ রানে টপ অর্ডারের মার্কাস স্টোনিস (০), মুরালি বিজয় (৬) এবং মানন বোরাকে (০) হারিয়ে ধুঁকতে থাকে পাঞ্জাব। এখান থেকে দলকে উদ্ধার করার চেষ্টা করেও ব্যর্থ হন ঋদ্ধিমান সাহা (২৪)।
তবে ৪২ বলে ছয় চার, চার ছক্কায় ৬৮ রানের ইনিংস খেলে গ্লেন ম্যাক্সওয়েল পাঞ্জাবকে জয়ের স্বপ্ন দেখান। ৭ বলে ২১ রান করে দিয়ে সেই স্বপ্নকে আরও বড় করেন অক্ষর প্যাটেল। কিন্তু আন্দ্রে রাসেলের করা শেষ ওভারে মুড়িমুড়কির মতো উইকেট চলে গেল পাঞ্জাবের। ফলাফল কেকেআরের ৭ রানের জয়। চার ওভারে মাত্র ২০ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন রাসেল। ২৭ রানে পিযুষ চাওলা ২টি এবং মরনে মরকেল পেয়েছেন ১টি উইকেট। ৩ ওভারে ২১ রান দিয়ে উইকেটবঞ্চিত থেকেছেন সাকিব।
এরআগে টস জিতে কেকেআরকে ব্যাট করতে পাঠায় পাঞ্জাব। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে গম্ভীরের দল স্কোরবোর্ডে জমা করে ১৬৪ রান। গত কয়েকটি আইপিএল থেকেই নিজেদের সেরা উদ্বোধনী জুটি হিসেবে প্রমাণ করে আসছেন গম্ভীর-রবিন উথাপ্পা। এদিন তারা আরও একবার প্রমাণ করলেন কেন তারা সেরা? ১৩.৩ ওভারে স্কোরবোর্ডে উঠে ১০১ রান।
ভারতীয় দলে জায়গা পেতে মরিয়া গম্ভীরের ব্যাট যেন থামছেই না। ৪৫ বলে ছয় চার, এক ছক্কায় খেলেছেন ৫৪ রানের ইনিংস। গম্ভীরের চেয়েও চালিয়ে খেলেছেন উথাপ্পা। ৪৯ বলে ছয় চার, দুই ছক্কায় তার ব্যাট থেকে এসেছে ৭০ রান। এছাড়া ইউসুফ পাঠান ১৬ বলে ১৯ এবং আন্দ্রে রাসেল ১০ বলে করেন ১৬ রান। এক ম্যাচ বাদে ফের একাদশে জায়গা পাওয়া বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যাট হাতেই নামার সুযোগ পাননি। কেকেআরের তিনটি উইকেটেরই পতন হয়েছে রান আউটে। তাই পাঞ্জাবের কোন বোলারই উইকেটের স্বাদ পাননি। যেখানে ৪ ওভার হাত ঘুরিয়ে ২৪ রান দিয়ে ভালো বোলিংয়ের স্বাক্ষর রেখেছেন অক্ষর প্যাটেল। অসাধারণ বোলিং নৈপুণ্যর পুরস্কার পেয়েছেন রাসেল ম্যান অব দ্য ম্যাচ হয়ে।
___________________________________________________________
ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন TipsaLL24.com