আসলামুআলাইকুম,
এ টিউন টি অনেক দিন থেকেই
টিউন করতে চাচ্ছিলাম , কিন্তু হয়ে
ওঠেনি । তাই আজকে টিউন করতে
বসে পরলাম । ভুলত্রুটি হলে বা এই
জাতীয় পোষ্ট আগে কেউ করে থাকলে
ক্ষমা করবেন ।

‌টিউন‌টি হল : আপনার PC কে
কিভাবে Virus অথবা Trojan এর
Attack থেকে রক্ষা করবেন সে
সম্পরকে ধারণা দিব ।

কমবেশি সবাই Virus নিয়ে সমস্যায়
পরেছেন । Virus অনেক Type এর
আছে ।

**এখন কথা হচ্ছে আমি কিভাবে বুঝব
যে আমার পিসি Virus দারা Infected
হয়েছে ? এটা বুঝার জন্য আপনাকে
নিচের বিষয়গুলো লক্ষ্য করতে হবে

১. আপনার Computer System
আগের তুলনায় Slow Run করবে বা
চলবে ।

২ . কিছু কিছু Program আপনার
Permission ছাড়াই
Automatically চালু বা open হবে
। ( আপনি চালু না করলেও )

৩ . Computer চালু হতে অনেক সময়
লাগবে । মানে Boot Time অনেক
বেরে যাবে ।

৪. আপনি কিছু Open করলে বা Open
না করলেও Display Screen এ
অনেক ধরনের Error Message
Show করতে পারে

৫ . System registry Disable বা
Folder Option হারিয়ে যেতে পারে ।

৬. ভালো Antivirus Install দেওয়া
থাকলে Virus Detect করতে থাকবে ।

৭ . Automatically আপনার অনেক
Folder or File Delete অথবা
Missing হতে পারে ।

৮ . Shortcut Virus দারা পিসি
আক্রান্ত হলে এটি আপনার প্রতিটি
Folder এর Shortcut তৈরি করবে ।
আর এই Virus দিয়ে Pc Infected
হয়ে পরলে এটা অনেক যন্ত্রনার কারন
হয়ে দাঁড়ায় ।
আর বেশিরভাগ Antivirus এই ভাইরুস
কে Detect করতে পারে না।

** আপনার অবহেলার কারনে
যেভাবে আপনার Computer
System ভাইরাস Attack এর
শিকার হতে পারে

১. যদি আপনি Security এর সাথে
সম্পৃক্ত Software
( যেমনঃAntivirus , Anti- Spy
ware , USB Security ইত্যাদি )
গুলোর Crack Version ব্যাবহার
করেন । আপনাদের মনে হতে পারে কেন
আমি এটাকে ১ম এবং গুরুত্তপূর্ণ কারন
বলছি ? অবশ্যই কারন আছে, দাড়াণ
বলছি। হ্যাকাররা এটা খুব ভালো করেই

জানে যে সাধারণ ইন্টারনেট
ব্যাবহারকারিরা সবসময়ই Cracked
Version এর Software গুল খুজে
থাকে এবং Free ব্যাবহার করতেই
বেশি আগ্রহ দেখায় আর হ্যাকাররা
এটারই সুযোগ গ্রহণ করে । এখন
আপনারা এটা ভাবতে পারেন যে কিভাবে
এটা হ্যাকারদের সহায়তা করবে। আমরা
সবাই জানি যে মোটামুটি সকল
Antivirus প্রায় প্রতিটি Keygen
এবং সাথ Trojan এর Type এর উপর
নিরুর করে Virus হিসেবে Detect
করে। আমরাই যদি এটা জানি,তাহলে
হ্যাকাররা কিভাবে এটা ভুলে যেতে
পারে। তাই তারা Virus এবংTrojan
গুলোকে এই জাতীয় Crack এবং
Keygen এর ভিতরে Attach করে
দেয়।
‌পোস্ট টি কেমন হল ক‌মে‌ন্টে জানা‌বেন
ধন্যবাদ সবাই‌কে

Leave a Reply