H
ello guys. How are you all? I hope you are all well. I came again with a post. Let’s go..
আপনি অনলাইন এ থাকলে নিশ্চই আপনার ও ওয়েবসাইট বানাতে ইচ্ছে করে কিন্তু এর জন্য ডোমেন ও হোস্টিং নিতে হয় যার পিছনে অনেক টাকা দিতে হয়। কিন্তু যদি ডোমেইন ও হোস্টিং ফ্রীতে পান আর সব কিছু সম্পর্কে ধারণা রেখে পরে টাকা দিয়ে ওয়েবসাইট তৈরি করলে অল্পতেই সব কিছু বুঝে যাবেন।
আগেই বলে দেই Free web hosting এ অনেক সুবিধা পাবেন না। ফ্রীতে হোস্টিং নিয়ে আপনি শিখতে পারেন যে আগামিতে কিভাবে কি করবো এতে করে অনেক সহজে ওয়েবসাইট তৈরি করতে সফল হবেন। তো চলুন শুরু করা যাক।
ওয়েব হোস্টিং কি?
ওয়েব হোস্টিং হলো একটি সেবা যা ওয়েবসাইটগুলির উন্নত কর্মকাণ্ডগুলির জন্য স্বচ্ছন্দে স্থান এবং সংস্থান প্রদান করে। সাধারণত একটি ওয়েবসাইটকে অনলাইনে অ্যাক্সেস করার জন্য ওয়েব হোস্টিং প্রয়োজন হয়। ওয়েব হোস্টিং সম্পর্কিত কোম্পানিগুলি সার্ভারগুলি মেরে ধরে রাখে এবং ইন্টারনেট সংযোগের মাধ্যমে ওয়েবসাইটগুলির ডেটা প্রদান করে। এই সেবা ওয়েবসাইটগুলি একটি ওয়েব সার্ভারে স্থানান্তর করে, যা সাধারণত সরবরাহকারী কোম্পানিগুলি পরিচালনা করে। একটি ওয়েব হোস্টিং প্রদানকারী কোম্পানি সাধারণত সার্ভারের পরিচালনা, নিরাপত্তা, সংগ্রহ ও ব্যবস্থাপনা সহ বিভিন্ন সেবা প্রদান করে, যা ওয়েবসাইটের সঠিক পরিচালনা ও অভিজ্ঞতা নিশ্চিত করে।
ফ্রী ওয়েব হোস্টিং এর সুবিধাঃ
- 5 GB Disk Space
- Unlimited Bandwidth
- PHP 8.2
- MySQL 5.7/MariaDB 10.4
- Free Subdomain Names
- Bring Your Own Domain
- 400 MySQL Databases
- Free DNS service
- Free SSL Certificates
- Full .htaccess Support
অসুবিধাঃ
ফ্রীতে এগুলো পাবেন না।
- Email Accounts
- cPanel Control Panel
- Unlimited Hits
- PHP Version Section
- PHP mail() Support
- Full DNS support
- Remote MySQL Support
- Payton/Node.js Support
এই ফ্রী হোস্টিং নিয়ে আমার কথাঃ
আমার মতে এই ফ্রী হোস্টিং টা বেস্ট। কেনোনা এখানে রয়েছে অনেক গুলো হোস্ট এর জন্য website. আপনি এখান থেকে WordPress এর ও হোস্ট নিতে পারবেন একদম ফ্রীতে।যেগুলো পরবর্তী পোস্টে দিখিয়ে দিবো। এখানে আপনি পাবেন অনেক গুলো Subdomain। ফ্রীতে হোস্টিং নিয়ে আপনি শুধু সব কিছু সম্পর্কে ধারণা নিয়ে পরে টাকা দিয়ে হোস্টিং নিতে পারেন।
যেখান থেকে ফ্রীতে হোস্টিং নিবেন তার নাম হলো InfinityFree । এখন দেখা যাক ফ্রীতে হোস্টিং কিভাবে নিবেন।
ফ্রীতে হোস্টিং কিভাবে নিবো?
প্রথমে InfinityFree.com এ যান। এখন Register এ ক্লিক করুন।
এখন Email, Password & reCAPTCHA দিয়ে Sign Up করুন। (আগে account থাকলে অবশ্যই সবকিছু বুঝে যাবেন।)
এখন আপনার Email চেক করুন আর কোড না গেলে Resend এ ক্লিক করুন।
Email এ এমন মেইল যাবে এখন এই বাটন এ ক্লিক করুন।
অ্যাকাউন্ট করা শেষ। এখন এখানে hosting account তৈরি করতে হবে তাই এখানে ক্লিক করুন।
এখন আপনি যেহেতু ফ্রী হোস্টিং নিবেন তাই এটিতে ক্লিক করুন।
এখন একটু verify নিয়ে অটো অন্য পেজ এ নিয়ে যাবে।
পরে ডোমেইন Add করতে পারবেন কিন্তু এখন একটি sub domain এড করতে হবে।
এখন Account password & নিচের মতো করে সেট করুন।
এখন একটু লোড নিবে।
তো অ্যাকাউন্ট করা শেষ।
Free SSL Certificate কিভাবে নিবেন?
যে ওয়েব সাইটে নিবেন সেটার manage এ ক্লিক করুন।
এখন এখানে ক্লিক করুন।
এখন
এখন এটিতে ক্লিক করুন
এখন selecte করে নিচের button এ ক্লিক করুন।
আপনার order দেওয়া শেষ।
অপেক্ষা করুন পেয়ে যাবেন তারপর এসব setting করে নিবেন।
কিভাবে ডোমেইন add করবো?
প্রথমে এখানে ক্লিক করুন।
এখন subdomain / custom domain এড করুন।
আর Custom domain কিভাবে এড করবেন তা পরবর্তী পোস্ট এ দেখাবো।আর কিভাবে ওয়েব সাইটে Build করবেন এবং ওয়েব সাইটে কিভাবে WordPress Host করবেন তা সব এক এক করে পোস্টে দেখিয়ে দিবো।
আমি তেমন review দিতে পারি না তাই কোনো ভুল হলে মাফ করে দিয়েন..
S
o friends, that’s it for today. See you in another post. If you like the post then like and comment. Stay tuned to Trickbd.com for any updates.
tarpore abar ekta baniyechi, setatew warning diye rakse je phising site naki
But ager hosting change kore onno hosting nibo..!
পরের পর্ব দেন