আসলামুআলাইকুম,
ট্রিকটা হয়তো অনেকেই জেনে থাকতে পারেন।
যারা জানেন না… তারা জেনে যান। অন্য
অপারেটিং সিস্টেমের তুলনায় Android এ
ব্যাকগ্রাউন্ডে MB একটু বেশি খায়। এজন্য
অনেকে Firewall বা Restrict all
background data দিয়ে MB সেভ করেন।
কিন্তু Firewall ব্যবহার করলে মার্ক করা
কোন App চালাতে গেলে চলে না…… সেটিং এ
গিয়ে নতুন করে সেটিং করতে হয়। আবার
Firewall সবসময় ব্যাকগ্রাউন্ডে চলতে
থাকে। আর Restrict all background
data তে সব app ব্যাকগ্রাউন্ডে বন্ধ হয়ে
যায়। আপনি যে app বন্ধ করতে চান না
সেটাও বন্ধ হয়ে যায়। screen অফ করলে
Download ও failed হয়ে যায়। এখন
আপনাদের দেখাব কিভাবে এসব সমস্যা ছাড়া
MB সেভ করা যায়। আপনার মোবাইল
setting এ যান। সেখান থেকে Data use এ
যান। সেখানে অনেক app দেখতে পাবেন। যে
যে app ব্যাকগ্রাউন্ডে ডাটা কাটা বন্ধ করতে
চান সেটাতে ঢুকুন। app এর ভিতরে নিচে
দেখবেন ‘restrict background data’
অপশন আছে। ওইটাতে টিক (√)
see screen sort
দিন। যেমন: Play Store ব্যাকগ্রাউন্ডে
প্রচুর MB কাটে। Play Store এ ঢুকে টিক
(√) দিয়ে দিন (Picture) । এভাবে যেটা যেটা
তে চান সেটাতে টিক(√) দিন। এবার টিক(√)
ছাড়া গুলো ব্যাকগ্রাউন্ডে চালাতে কোন
সমস্যা হবে না। আর টিক (√) দেয়া না
থাকলে screen অফ করলেও ব্যাকগ্রাউন্ডে
MB সেভ করতে পারবেন আবার আপনার
পছন্দের app বিনা সমস্যায় চালাতেও
পারবেন।
আসা করি ভালো লেগেছে,
আমার পোস্ট গুলো কেমন হয়? আসা করি মতামত
দিবেন । ভালো থাকুন
ধন্যবাদ
9 thoughts on "আজ দেখাব কিভাবে Firewall অথবা ‘Restrict all background data’ ও কোন এপস ছাড়া কিভাবে MB সেভ করবেন??[ must see]"