বিরক্তিকর অ্যাডগুলো বিশেষ করে মালওয়্যার টাইপের অ্যাডগুলো আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। সাধারনত পিসি বা ল্যাপটপে মালওয়্যার টাইপের অ্যাডগুলো থেকে রেহাই পাওয়ার জন্য আমরা ব্রাইজারে অ্যাড ব্লক এক্সটেনশন ব্যবহার করে থাকি। অ্যান্ড্রয়েড ডিভাইসেও অ্যাড ব্লক ব্রাউজার অ্যাপ ব্যবহারের মাধ্যমে এই বিরক্তিকর অ্যাডগুলো থেকে রেহাই পেতে পারেন। অ্যাপটি মূলত জনপ্রিয় অ্যাড ব্লক ব্রাউজার এক্সটেনশন “অ্যাড ব্লক প্লাস” এর অ্যান্ড্রয়েড সংস্করণ যা ইতিমধ্যে বেশ সুনাম অর্জন করেছে।
অ্যাড ব্লক ব্রাউজার অ্যাপটির মাধ্যমে আপনি যে কোন মালওয়্যার অ্যাড ব্লক করতে পারবেন অথবা আপনার ফেভারিট কোন সাইটের অ্যাড আনব্লক রাখতে পারবেন। অর্থাৎ সম্পূর্ন কন্ট্রোল আপনার কাছে !
এছাড়া অ্যাপটির বড় সুবিধা হচ্ছে এটি অ্যান্ড্রয়েড ডিভাইসের ব্রাউজিং স্পিড আগের থেকে কয়েকগুন বাড়িয়ে দেয়। পাশাপাশি অ্যান্ড্রয়েড ডিভাইসের ব্যাটারি ব্যাকআপ বাড়াতে এবং ইন্টারনেট ডাটা সেভ করতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে থাকে।
অ্যাপটি ডাউনলোড করতে করতে এখানে ক্লিক করুন
10 thoughts on "অ্যান্ড্রয়েডের বিরক্তিকর অ্যাডগুলো ব্লক করতে ব্যবহার করুন এই অ্যাপটি !"