জেনে নিন, যেসব কারণে রোজা নষ্ট হয়ে যায় !

১. ইচ্ছাকৃত পানাহার করলে।
২. স্ত্রী সহবাস করলে ।
৩. কুলি করার সময় হলকের নিচে পানি চলে গেলে (অবশ্য রোজার কথা স্মরণ না থাকলে রোজা ভাঙ্গবে না)।
৪. ইচ্ছকৃত মুখভরে বমি করলে।
৫. নস্য গ্রহণ করা, নাকে বা কানে ওষধ বা তৈল প্রবেশ করালে।
৬. জবরদস্তি করে কেহ রোজা ভাঙ্গালে ।
৭. ইনজেকশান বা স্যালাইরনর মাধ্যমে দেমাগে ওষধ পৌছালে।
৮. কংকর পাথর বা ফলের বিচি গিলে ফেললে।

৯. সূর্যাস্ত হয়েছে মনে করে ইফতার করার পর দেখা গেল সুর্যাস্ত হয়নি।
১০. পুরা রমজান মাস রোজার নিয়ত না করলে।
১১. দাঁত হতে ছোলা পরিমান খাদ্য-দ্রব্য গিলে ফেললে।
১২. ধূমপান করা, ইচ্ছাকৃত লোবান বা আগরবাতি জ্বালায়ে ধোয়া গ্রহন করলে।
১৩. মুখ ভর্তি বমি গিলে ফেললে ।

সৌজন্যঃ TrickMax.com

5 thoughts on "জেনে নিন, যেসব কারণে রোজা নষ্ট হয়ে যায় !"

  1. Prince Rsm Contributor says:
    vai eita trick shere korar jaiga….
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      তাহলে, রানা ভাইকে ট্রিকবিডি থেকে ইসলামিক ক্যাটাগরি টা বাদ দিতে বলেন। আর সামনে রমজান মাস, এ বিষয়ে জানা আমাদের খুব জরুরী।
    2. KhalidSJ Contributor says:
      Thanks….
    3. TusWap.Yu.TL Contributor says:
      সালা আবুল কি বলিস @prince rsm
    4. Prince Rsm Contributor says:
      αвєℓ тσя кι нσι¢є

Leave a Reply