৩০ বছরের মধ্যে এবারই
সবচেয়ে দীর্ঘ রোজা।
উত্তর গোলার্ধের মুসলিমদের চাঁদ দেখা
সাপেক্ষে সোমবার শুরু হতে পারে পবিত্র মাহে
রমজান।
বাংলাদেশে মঙ্গলবার প্রথম রোজা। এরই মধ্যে
বিশ্বের দেড়শ’ কোটি মুসলমান রহমত, মাগফিরাত ও
নাজাতের মাস পালনের প্রস্তুতি শুরু করে
দিয়েছেন।
সুমেরীয় অঞ্চলের মুসলিমদের এবার ৩০
বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় সিয়াম পালন
করতে হবে। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে
এবার ২০ ঘণ্টার বেশি সময় পানাহার থেকে বিরত
থাকতে হবে।
শীতকালে এ অঞ্চলের মুসলিমদের না খেয়ে
থাকতে হয় মাত্র আট ঘণ্টার মত। অন্যদিকে এবার
বাংলাদেশে প্রথম রোজার সময় হবে প্রায় ১৪
ঘণ্টা। মঙ্গলবার প্রথম রোজায় সেহেরীর শেষ
সময় ভোর ৪টা ৪৪ মিনিট। ইফতার সন্ধ্যা ৬ টা ৪৪
মিনিটে।
প্রাকৃতিকভাবে সূর্যের অবস্থানের ওপর ভিত্তি
করে বিশ্বের বিভিন্ন স্থানে ও দেশে রোজা
রাখার সময় কম-বেশি হয়ে থাকে। ভৌগোলিক

অবস্থানের
ভিত্তিতেই নির্ধারিত হয় এ সময়।
দেখা যায়, কোথাও ২২ ঘণ্টা আবার কোথাও ১০
ঘণ্টারও কম। এবারে সবচেয়ে কম সময় রোজা
রাখবেন দক্ষিণ আমেরিকার দেশ চিলির জনগণ।
সেদিন চিলির আকাশে সূর্য থাকবে ৯ ঘণ্টা ৪৩ মিনিট।
অস্ট্রেলিয়ার সিডনিতেও রোজার সময় কম। এখানে
রোজার সময় ১১ ঘণ্টা ২৪ মিনিট ।
সারা মাস সবচেয়ে বেশি সময় রোজা রাখতে হবে
ব্রিটেনবাসী ও আইসল্যান্ডবাসীকে। প্রথমদিন
আইসল্যান্ডে দিনের আলো ২২ ঘণ্টা। তাই এখানকার
মুসলিমদের কষ্টসাধ্যের মধ্যে রোজা রাখতে
হবে।
ব্রিটেনে এবারের রোজার সময় প্রায় ১৯ ঘণ্টা।
ব্রিটেনে রোজা রাখার এ সময় মধ্যপ্রাচ্য বা
বিশ্বের যেকোনো মুসলিম দেশে রোজা
রাখার সময়ের তুলনায় বেশি।
যেসব দেশে সূর্যাস্ত ও সূর্যোদয় ঠিক মতো
হয় না, যেমন আলাস্কায় ও আর্কটিক অঞ্চলে,
গ্রীষ্মকালে সেখানে ৬০ দিন পর্যন্ত সূর্যাস্ত হয়
না। সেসব দেশে পাশের দেশের সঙ্গে
মোটামুটি মিলে এ সময়ে রোজা রাখতে হয়।
ইফতার সারতে হয়।
নরওয়ের উত্তরাঞ্চলের ইসলামী চিন্তাবিদরা
ফতোয়া দিয়েছেন, মক্কার সঙ্গে মিলিয়ে
এখানকার মুসলমানরা রোজার সময়সীমা নির্ধারণ
করতে পারবেন। নরওয়েতে রোজার সময় ২০
ঘণ্টারও বেশি।
মার্কিন ইসলামী চিন্তাবিদরাও বলেছেন, আলাস্কার
উত্তরাঞ্চলের মুসলমানরা পাশের রাজ্যের
সময়সীমা অনুযায়ী রোজা রাখতে এবং ভাঙতে
পারবেন।
তবে খুব গরমের মধ্যে রোজা রাখতে হচ্ছে
সুইডেনে। সেখানকার ৫ লাখ মুসলমানের মধ্যে
যারা রোজা রাখেন, তাদের ইফতারের মাত্র চার ঘণ্টা
পরই সেহরি খেতে হয়।
সুইডেনের মুসলমানদের এবার প্রায় একুশ ঘণ্টা
রোজা রাখতে হবে। যুক্তরাষ্ট্রের আলাস্কায়
মুসলমানের ১৯ ঘণ্টা ৪৫ মিনিট রোজা রাখতে হবে।
জার্মানিতে ১৯ ঘণ্টা। জার্মানিতে মুসলমানদের সেহরি
খেতে হবে রাত সাড়ে তিনটায়। ইফতার রাত দশটায়।
কানাডায় ১৭ দশমিক ৭ ঘণ্টা রোজা রাখতে হবে।
Post By mTipsBD.Com

11 thoughts on "৩০ বছরের মধ্যে এবারই সবচেয়ে দীর্ঘ রোজা।"

  1. Kabirpak Contributor says:
    ১ লক্ষ ৫০ হাজার ক্রেডিট সহ একটি ফ্রি কল এপ
    বিক্রি করব….. যারা কিনতে চান তারা
    যোগাযোগ করেন….. Whatsapp +18053030684
    সময় সিমিত… তাই তারাতারি করেন।।
  2. Kabirpak Contributor says:
    ভাই আপনি তো হিন্দু
    1. bsyzid789 Contributor says:
      হিন্দু হলেও কি কুরআন পড়া যাবে না???
    2. ব্লগার আকাশ দাশ Contributor Post Creator says:
      যারা সকল ধর্ম এর বিস্বাসি
      তাদের মদ্ধ্যে হিন্দু মুসলমান এর তফাৎ থাকে না 😛
    3. bklikhon Contributor says:
      via akto help dorkar…plz reply
    4. ব্লগার আকাশ দাশ Contributor Post Creator says:
      কি সাহায্য? ????
      লাগবে বলুন! !! আপনি
      ফেইচবুক এ এসেও বলতে পারেন
      user name : akasdavraz94
    5. bklikhon Contributor says:
      fb te tumake screenshot soho disi
  3. JrJisan Contributor says:
    thank u…jaiye dewar jonno.
  4. rupok12 Contributor says:
    ভালো,tnx for news feed

Leave a Reply