আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন, অবশ্য রমজান মাস রহমতের মাস সকলেই ভালই আছেন ইনশাআল্লাহ।
আমি এ পোষ্ট করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।

কবিতার নাম : মাহে রমজান
লিখেছেন : শরিফুল ইসলাম

বছর ঘুরে আবার এসেছে মাহে রমজান।
আনন্দে উৎফুল্ল মুমিন গনের প্রান।
এইতো সুযোগ লুটিয়ে নেওয়ার সকল ছুয়াব।
রোজা থেকে পূরণ করো বেহেস্তের খোয়াব।

এমাসে এবার করে সাধনা।
দেহটারে কনে নেও খাটি সোনা।
খোদার পরে নিরিক বান্দো।
রসূলের লাগিয়া মাস ধরিয়া কান্দো।
তোমার দিকে তাকিয়ে আছে খোদা মাফি।
তরাইয়া লইবেন খোদা বহু পাপি।
ইসলাম মানেই সুন্দর শান্তি ।
সারাদিন না খেওয়ে রোজাদারের নাই ক্লান্তি।
ইবাদতে মগ্ন থেকো সারারাত।
হাশরেতে পার হবে, তুমি ফুলছিরাত।
এইতো সুযোগ এসেছে পেতে নাযাত।
গরীব দুঃখী দেখিয়া দিও তুমি যাকাত।

[পাংশা, রাজবাড়ী ]
সৌজন্যে : Topiczonebd.Tk

One thought on "মাহে রমজান নিয়ে একটা কবিতা পড়ে নিন।"

  1. R-Nahin Contributor says:
    Nice,
    চেষ্টা চালাও তুমিও জিতবে

Leave a Reply