স্কাইপি, ফেসবুক মেসেঞ্জার, ভাইবার-এ রয়েছে। কিন্তু হোয়াটসঅ্যাপ-এ একগুচ্ছ ইমোজি থাকলেও GIF ইমেজ সাপোর্ট করে না। এবার হোয়াটসঅ্যাপ-এও পাওয়া যাবে GIF (গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট) ইমেজ। অর্থাৎ চ্যাট করার সময় পাঠানো যাবে অটোপ্লে GIF।
গতমাসেই ডেস্কটপ অ্যাপ চালু করেছে হোয়াটসঅ্যাপ। এই অ্যাপ ডাউনলোড করলে এখন ডেস্কটপেও সচ্ছন্দে হোয়াটসঅ্যাপ চ্যাট করা যায়। GIF সাপোর্ট করলে চ্যাট করার সময় অটোপ্লে ইমোজি পাঠানোতেও আর অসুবিধা থাকবে না।
One thought on "এবার এনিমেশন ইমোজি আসছে হোয়াটসঅ্যাপেও"