আল্লাহ তাআলা বান্দার কল্যাণে সমগ্র
কুরআন নাজিল করেছেন। হালাল-হারাম,
ইতিবাচক-নেতিবাচক সকল বিষয়
বিস্তারিত পেশ করেছেন। মানুষ গাফেল
বিধায় কুরআন এবং সুন্নাহর শিক্ষা থেকে
মুখ ফিরিয়ে নিচ্ছে।
ইমাম আবু লাইছ
সমরকান্দী রহমাতুল্লাহি আলাইহি তার
‘তাম্বিহুল গাফেলিন’ গ্রন্থে মানুষের জন্য
চারটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন।
★ আসুন জেনে নিই যে চারটি বিষয়
→ নামাজে অবহেলা করা অর্থাৎ
নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ
না পড়ে দেরি করা।
→ কুরআন তিলাওয়াতের সময় অযথা
(অপ্রয়োজনীয়) কথাবার্তা বলা।
→ রোজা থাকাকালীন সময়ে স্ত্রী সহবাস
করা।
→ কবরস্থানে বসে হাসাহাসি করা।
কেননা কবরস্থান মানুষকে মৃত্যুর কথা স্মরণ
করিয়ে দেয়। সেখানে না হেসে মৃত্যু কথা
স্মরণ করাই শ্রেয়।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে যথা
সময়ে নামাজ আদায়, মনোযোগের সঙ্গে
কুরআন তিলাওয়াত শ্রবণ, রোজা অবস্থায়
কবরস্থানে হাসাহাসি না করে আল্লাহ
স্মরণ করাসহ তাঁর যাবতীয় বিধি-নিষেধ মেনে চলার তাওফিক দান করুন। আমিন।
2 thoughts on "ইসলাম শিক্ষা (পর্ব ২৯) যে ৪ টি বিষয় আল্লাহ তা’য়ালা পছন্দ করেন না।"