একগ্লাস পানি আর দুই চামচ লবণের
সাহায্যে টানা আটঘন্টা আলো
দিতে পারে এমন একটি বাতি
উদ্ভাবন করেছে ফিলিপাইনের
একটি প্রতিষ্ঠান। এই বাতিকে বলা
হচ্ছে ‘দ্যা সাসটেইনেবল
অ্যালটারনেটিভ লাইটিং
(এসএএলটি)। এই বাতিটি ইউএসবি
পোর্টের মাধ্যমে স্মার্টফোনকে
চার্জ দিতে সক্ষম।
বাতিটির উদ্ভাবকরা জানিয়েছে,
ফিলিপাইনন মূলত দ্বীপ রাষ্ট্র।
এখানের অনেক দ্বীপেই
ইলেকট্রিসিটি নেই। দ্বীপের
বাসিন্দারা রাতের অন্ধকার দূর
করতে কেরোসিনের বাতি,
ব্যাটারি চালিত ল্যাম্প কিংবা

মোমবাতি ব্যবহার করে। এগুলো
অনেকটাই ব্যয়বহুল। এসব কথা চিন্তা
করে তারা এই বাতিটি উদ্ভাবন
করেছেন। যেটি চালাতে মাত্র
দুইটি উপকরণ লাগে। এসব উপকরণ ঘরেই
রয়েছে। এমনকি সমুদ্রের লবানাক্ত জল
দিয়েই এই বাতিটি জ্বালানো
যায়।
উদ্ভাবকরা তাদের ওয়েব সাইটের
মাধ্যমে জানিয়েছেন, বাতিটি
সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করলে ছয়
মাস ধরে প্রতিদিন আটঘন্টা করে
আলো পাওয়া সম্ভব। পাশাপাশি
বাতিটি দিয়ে স্মার্টফোনের মত
ছোটখাটো ডিভাইস চার্জ করা
যাবে। এই বাতির খরচও কম।
” বাতিটিতে রয়েছে একটি
ব্যাটারি। এটি আসলে একটি
গ্যালভানিক সেল। এই গ্যালভানিক
সেলে ইলেকট্রোলাইট হিসেবে
ব্যবহার করা হয় লবণ পানি। যখন
ইলেকট্রোডস এই ইলেকট্রোলাইটে
ডোবানো হয় তখন উৎপাদিত বিদ্যুৎ
শক্তি এলইডি ল্যাম্প জ্বালায়।
বর্তমানে এই বাতিটি প্রোটোটাইপ
পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই
বাণিজ্যি ভাবে এটি বাজার
ছাড়া হবে। এজন্য এখন প্রি- অর্ডার
নেয়া হচ্ছে।
সাথে থাকুন All Sim Free Net Tips

6 thoughts on "লবণ পানি দিয়ে জ্বলবে বাতি ! একগ্লাস পানি আর দুই চামচ লবণের সাহায্যে টানা আটঘন্টা আলো দিতে পারবে বাতি।"

  1. istiakar Author says:
    Valo post

    ….
  2. Sumon Contributor says:
    nic post

Leave a Reply