জিমেইলের পাসওয়ার্ড যদি সবাইজেনে
যায়, তাহলেও কেউ চাইলেও আপনার
অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না।

এর জন্য প্রথমে জিমেইল লগইন করে
ওপরে ডানপাশে আপনার ছবির আইকনে
ক্লিক করে তারপর My Account-এ ক্লিক
করুন বা সরাসরি
https://myaccount.google.com
ঠিকানায় যান।

তারপর Sign-in & security-তে
ক্লিক করুন। নতুন পেজ এলে একটু
নিচে ডানপাশে 2-step verification: off-
এ ক্লিক করুন। তারপর Start Setup বাটনে
ক্লিক করুন। পুনরায় আবার লগ-ইন করার
পেজ এলে লগইন করুন। এখন Phone
number: বক্সে আপনার মোবাইল নম্বর
লিখে Send Code বাটনে ক্লিক করুন।

আপনার মোবাইলে একটি কোড নম্বর
আসবে। কোড নম্বরটি কোড বক্সে
লিখে Verify-এ ক্লিক করুন। এখন Next-এ
ক্লিক করুন। তারপর Confirm-এ ক্লিক
করুন। এখন থেকে প্রতিবার আপনার
কম্পিউটার ছাড়া অন্য কোনো কম্পিউটার
থেকে আপনার জিমেইল অ্যাকাউন্টে
লগইন করতে চাইলে আপনার
মোবাইলে একটি কোড নম্বর আসবে
এবং সেই কোড নম্বরটি কোড বক্সে
লিখে Verify-এ ক্লিক করলেই আপনার
জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করা
যাবে। আপনার ফোন নম্বর যদি হারিয়ে
ফেলেন, তাহলে যেকোনো সময়
আপনার কম্পিউটার থেকে জিমেইলে
লগইন করে ফোন নম্বর পরিবর্তন
করতে পারবেন বা এই সুবিধা বাদ দিতে
পারবেন। অনেক সময় মোবাইলে
এসএমএসের সাহায্যে কোড আসতে
দেরি হতে পারে। এ জন্য চাইলে
Google Authenticator নামের একটি

অ্যাপ নামিয়ে নিতে পারেন।

এসএমএসে কোডের বাইরে এ
অ্যাপে ৩০ সেকেন্ড পরপর একটি
কোড আসবে। সেটি দিয়েও চাইলে
Verify করতে পারবেন। তবে আপনি
এসএমএস কোড না অ্যাপের মাধ্যমে
আসা কোড ব্যবহার করবেন, তা শুরুতে
নির্বাচন করে নিতে হবে। অ্যাপটি
অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই
সংস্করণেই পাওয়া যাবে।

পোষ্ট টি ভালো লাগলে, অবশ্যই BDprozukti.com ভিজিট করবেন। ।

9 thoughts on "হ্যাক হওয়ার থেকে রক্ষা করুন আপনার গুগল একাউন্ট ।"

  1. Sharafat 24 Contributor says:
    রানা ভাই আমাকে টিউনার করেন নাহলে আমি আত্নহত্যা করব।
  2. mdmarof Contributor says:
    ভাল পোস্ট ত এটি একটিভ করার পর কি আমি চাইলে পুনরায় এটি ডিজেবল করতে পারব?
    1. Tariqul islam Contributor Post Creator says:
      সেটা ঠিক বলতে পারবো না।
  3. msshohug Author says:
    আপনার কয়টা ইড!!!
  4. mdNOBEL Contributor says:
    vai amar sim harie gece.. akhon ami kivabe lpgin korbo…
  5. mdNOBEL Contributor says:
    plzz help me
    kivabe ami ai number chanhe korbo
  6. Shakib Hossain Contributor says:
    hack korte ogula lage na re vai..

Leave a Reply