বন্ধুরা অবশ্যই আপনজন হিসেবেই গণ্য।
কিন্তু আমরা যাঁদের বন্ধু বলে মনে করি
তাঁদের সকলের সান্নিধ্য আমাদের
পক্ষে মঙ্গলজনক না-ও হতে পারে।
আমাদের বন্ধুদের মধ্যেই এমন কিছু মানুষ
থাকেন, যাঁদের এড়িয়ে চলাই ভাল।
কোন ধরনের বন্ধু তাঁরা? আসুন, জেনে
নিই—

১. যাঁরা কথায় কথায় আপনার
সমালোচনা করেন:

বন্ধুদের মধ্যে কিছু মানুষ থাকেন
দেখবেন, যাঁরা আপনার সমস্ত কাজেরই
সমালোচনা করেন। সমালোচনা মানে
কোনও গঠনমূলক সমালোচনা নয়, বরং
সোজাসাপ্টা আপনার নিন্দে করা,
আপনার হীনতা প্রমাণ করা। এই ধরনের
সমালোচনা আপনার মনোবল এবং
আত্মবিশ্বাস দু’টোই ভেঙে দিতে
পারে। কাজেই এই ধরনের বন্ধুকে
এড়িয়ে চলুন।

২. যাঁরা কথায় কথায় আপনার প্রশংসা
করেন:

প্রথম ধরনের বন্ধুদের বিপরীত রকমের
ক্ষতি করেন এই সব বন্ধুরা। প্রকৃত বন্ধু
তিনিই, যিনি আপনার ভাল কাজটির
প্রশংসা করবেন, আর আপনার খারাপ
কাজটির ক্ষেত্রে আপনার ভুল ধরিয়ে
দেবেন। কিন্তু ভাল-মন্দ নির্বিশেষে
আপনার সমস্ত কাজের প্রশংসা করেন
যিনি করেন, তিনি আপনার খুব
উপকারী বন্ধু হতে পারেন না। তাঁর
থেকে একটু দূরেই থাকুন।

৩. যাঁরা স্বার্থপর:
স্বার্থপর মানুষজন সবসময়েই পরিত্যাজ্য।
আপনার বিপদে-আপদে এঁদের কখনও
পাশে পাবেন না। অথচ আপনার কাছ
থেকে সাহায্য নেওয়ার সময় এঁরা
বিন্দুমাত্র দ্বিধা বোধ করবেন না।
কাজেই এরকম মানুষকে বন্ধু মনে করে খুব
কাছে টেনে নেবেন না।

৪. যাঁরা অত্যধিক ব্যস্ততার ভান করেন:
বন্ধুদের মধ্যে কিছু মানুষ থাকেন যাঁরা
সর্বদাই ব্যস্ত। কীসের যে ব্যস্ততা এঁদের,
তা অবশ্য আপনি বুঝতে পারবেন না।
কিন্তু এঁদের এই রহস্যময় ব্যস্ততার ফলে
এঁরাই আপনাকে এড়িয়ে চলা শুরু করবেন।
কাজের সময়ে এঁদের পাশে পাবেন না,
বন্ধুরা একসঙ্গে কোনও প্ল্যান করলে

এঁদের এই ব্যস্ততার কারণেই সেই প্ল্যান
বাতিল করতে হবে। কাজেই এঁদের
থেকেও নিরাপদ দূরত্ব রক্ষা করে চলুন।

৫. যাঁরা নিজেদের সমালোচনা শুনতে
প্রস্তুত নন:

এই ধরনের বন্ধুদের নিয়ে আর এক বিপদ।
বন্ধুদের কোনও কাজ আপনার ভাল না
লাগতেই পারে। সেই কাজের
প্রতিবাদ বা সমালোচনা করার
অধিকারও বন্ধু হিসেবে আপনার অবশ্যই
রয়েছে। কিন্তু সেই সমালোচনা শুনেই
আপনার বন্ধু যদি ক্ষেপে ব্যোম হন,
ঝগড়াঝাঁটি শুরু করেন, তা হলে কিন্তু
বিপদ। এই ধরনের বন্ধুদেরও তাই একটু দূরেই
রাখুন।

ট্রিকবিডির মত ওয়েবসাইট তৈরি করে দিনে ৩০০ থেকে ৪০০ থেকে ইনকাম করুন মোবাইল দিয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

27 thoughts on "যে ৫ ধরনের বন্ধুর থেকে অবশ্যই দূরত্ব রক্ষা করে চলবেন"

    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      wc @djsyful
  1. bappakhan Contributor says:
    এগলে হিসাব করলে আমার কোন বন্ধুই থাকে না:-)
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      তাই?
  2. shamin121 Contributor says:
    এইটা একটা পোস্ট হইল রে ভাই,,,,,
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      keno vai?
  3. djsyful Contributor says:
    ভাই আপনার নাম্বার টা একটু দেওয়যা যায়(kazi Abdul)
  4. bappakhan Contributor says:
    আসলে বন্ধু বলতে কিছু নাই। বন্ধু হলো মুখে মিল পাচায় খিল।
    1. Biplop420 Contributor says:
      Va u r Right But kno kno somoy
  5. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
    কেন ভাই? পোস্টটাতো ভালোই!
  6. OrOnNo Contributor says:
    GD post
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      Thanks @OrOnNo
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      হাসলেন কেন ভাই?
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      রমজান মাসে এসব কি বলেন?
  7. Ashish Boidho Contributor says:
    tnx bro..apne j pach doroner bondhur kotha boleche.aie pach doroner bondhu amar ase…
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      তাই?
  8. Biplop420 Contributor says:
    Vai Trickbd akon sob Vowa,post nai R jara. nijer cestai post kora ta der ta dekai na amer 2 ta Post pending a ase
  9. Biplop420 Contributor says:
    Rana Vai Amer Post golo Dekken please
    1. Dia Afrin Bristy Contributor says:
      দেখার টাইম নাই
    2. Biplop420 Contributor says:
      oi Halli tor a ame tui maya na sala asob ki bolish
      # Dia Afrin Bristy
  10. Dia Afrin Bristy Contributor says:
    বালের পোস্ট…!!!
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      কেন ভাই ! পোস্টটা’তো ভালোই
  11. Dia Afrin Bristy Contributor says:
    কথা হাছা
  12. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
    আপনাকেও ধন্যবাদ ফাহিম ভাই

Leave a Reply