কিশোরগঞ্জ প্রতিনিধি- তথ্য-প্রযুক্তি
ব্যবহারে ইন্টারনেটের কোনো বিকল্প নেই।
মানুষের কাছে দ্রুতগতির ইন্টারনেট সেবা
পৌঁছে দিতে কিশোরগঞ্জের কুলিয়ারচর
উপজেলার তরুণ প্রযুক্তিবিদ রবিন ব্যক্তিগত
উদ্যোগে আবিষ্কার করেছেন তারবিহীন উচ্চ গতির ব্রডব্যান্ড ইন্টারনেট।

তার এ প্রযুক্তি এরই মধ্যে এলাকায় সাড়া
ফেলেছে। তার আবিষ্কৃত তারহীন
ব্রডব্যান্ড ইন্টারনেট দিয়ে চলছে
কুলিয়ারচর, ভৈরব, বাজিতপুর ও কটিয়াদী
উপজেলার প্রায় ৩০ কিলোমিটার এলাকার
অনেকেই।

অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব বালারাত
থেকে সফটওয়্যার ডেভেলপমেন্ট বিষয়ে
তিন বছরের কোর্স শেষে দেশে ফেরা তরুণ
রবিন এখন তারহীন ব্রডব্যান্ড ইন্টারনেট
সেবা নিয়ে আলোচনায় উঠে এসেছেন।

সরেজমিনে জানা গেছে, রবিন ছোটবেলা
থেকেই নিজে নিজেই নানান যন্ত্রপাতি
জুড়ে দিয়ে বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্র
তৈরি করে তাক লাগিয়ে দিতেন
আশপাশের লোকজনকে। তবে এবার শুধু তাক

লাগানোই নয়, রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন তিনি। দেশে ফিরে নিজে
প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠান স্কাইনেট
টেকনোলজিস। এ প্রতিষ্ঠান থেকেই গত ১
জুন থেকে বাণিজ্যিকভাবে
কিশোরগঞ্জের চার উপজেলার তারহীন
উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেওয়া শুরু করেছেন রবিন।

এদিকে, রবিনের এ সাফল্যে ইতোমধ্যে
তাকে নিজ বাসায় ডেকে নিয়ে কথা
বলেছেন তথ্য ও আইসিটি প্রতিমন্ত্রী
জুনাইদ আহমেদ পলক। ইতোমধ্যে রবিনের এ
অনন্য আবিষ্কারের কথা কুলিয়ারচর
উপজেলাসহ আশেপাশের তিন উপজেলায় ছড়িয়ে পড়ায় গ্রাহকরা ছুটে আসছেন তার
কাছে দ্রুতগতির তারহীন ব্রডব্যান্ড
ইন্টারনেট সংযোগ নিতে।

ফজলে রাব্বি রবিন বলেন, বিদেশ থেকে
দেশে ফিরে প্রথমে অ্যালুমিনিয়াম দিয়ে
অ্যান্টেনা তৈরি করে থ্রিজি নেটওয়ার্ক
সংযোগ স্থাপন করি। এর ফলে মডেমের
মাধ্যমে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করা
যায়। এরপর অ্যান্টেনার আরও উন্নত ধাপের পরিকল্পনা মাথায় রেখে নিজ খরচে ২০ লাখ
টাকা ব্যয় করে এলাকায় সুউচ্চ একটি
টাওয়ার বসাই। তারপর ১ জুন থেকে ওই
টাওয়ারের মাধ্যমে চার উপজেলার জন্য
তারহীন ইন্টারনেট সেবা দিতে শুরু করেছি। রবিন আরও বলেন, আমার তৈরি টাওয়ার
থেকে ইন্টারনেট সংযোগ দেওয়া যাবে
আশপাশের ৩০ কিলোমিটার এলাকাজুড়ে। এ

জন্য ইন্টারনেট ব্যবহারকারীদের একটি
ইউবিএনটি মডেম লাগবে। রবিন বলেন, আমাদের উপজেলায় বিদ্যুতের
সমস্যা প্রকট। তবে বিদ্যুৎ না থাকলেও
আমার ব্রডব্যান্ড ইন্টারেট টাওয়ারের জন্য
৩ থেকে ৪ ঘণ্টার পাওয়ার ব্যাকআপ আমি
তৈরি করেছি। এ বিষয়ে সরকারি
সহযোগিতা পেলে চার উপজেলার ইন্টারনেট সেবা দিতে পারব। এদিকে বিটিসিএল থেকে ইন্টারনেট
সংযোগ নেয়া এবং সেইসঙ্গে বিটিআরসি
থেকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার
(আইএসপি) লাইসেন্সও নিয়েছেন রবিন। উল্লেখ্য, গত ৭ জুন তথ্য ও আইসিটি
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার নিজ
বাসায় রবিনকে ডেকে নিয়ে তার
সাক্ষাৎকার নেন। পরে প্রতিমন্ত্রী সেই

ফেছবুকে আমি 😉

😉 😉 😉 😉

14 thoughts on "ব্রডব্যান্ড ইন্টারনেট আবিষ্কার করেছে বাংলাদেশের রবিন! যা চলে বিদ্যুৎ ছাড়াও"

  1. trickbdd Subscriber says:
    vai brodband internet ki
    1. জামিল Author Post Creator says:
      Wi-Fi….? Name suncen ke…
  2. NIKHILROY Author says:
    আমি টিউনার হতে চাই
    1. জামিল Author Post Creator says:
      Hmm valo post koran tai hoba ok
  3. MH SUNNY Contributor says:
    valo….Sara dasha hoy LA valo hoy to
    1. জামিল Author Post Creator says:
      R8 khota bro
  4. pintu142 Contributor says:
    Vai re, amader Brahmanbaria laganur bebosta kor.
    1. জামিল Author Post Creator says:
      Ha Ha Akdin na payben apna 😉
    1. জামিল Author Post Creator says:
      tnx… Bro 🙂
  5. fahim Contributor says:
    সুপাইরা টুইপাইরা।।পোষ্ট।
    অনেক ভিতরে জানলাম।।
    ধন্যবাদ এরকম একটা পোষ্ট আমাদের ট্রিকবিডিতে উপহার দেওয়ার জন্য।।
    1. জামিল Author Post Creator says:
      WelCome fahim Bro 🙂
  6. arparvez Author says:
    but pura post pailam na mone hocce, সেই tarpor mone hoy aro kisu cilo. kono newspaper theke copy korte giye hoyto bakituku copy korte vule gesen, LOL

Leave a Reply