যে কোন ডিভাইস নতুন নতুন ইউজ করার
সময় স্পীড বেশি পাওয়া যায়।পরে দিন
যেতে যেতে দেখা যায় স্পীড
কিছুটা কমে আসে। আসলে এতে
ডিভাইসের কোন দোষ নেই, আপনার
ব্যবহার করার কারনে এমনটি হচ্ছে ।
জাঙ্ক ফাইল জমে থাকে। বেশি
এপ্লিকেশন ইন্সটল করেছেন,র্যাম
ইউসেজ বেশি হচ্ছে, গান,ভিডিও,মুভি
ইত্যাদি অতিরিক্ত রেখেছেন। যার
কারনে ডিভাইস কিছুটা হলে ও স্লো
হয়ে যাবে । সব সময় মনে রাখবেন যত টুকু
মেমোরি আছে তার মিনিমাম ২০%
খালি রাখবেন । এখন আসি আসল কথায়,
ডিভাইস বেশ স্লো, কোন কিছুতেই
গতি বাড়ানো যাচ্ছে না । তখন শেষ
একটাই উপায় থাকে । আর তা হল ফোন
রিসেট করা । মানে সকল সেটিং
ডাটা মুছে ফোনটাকে নতুন এর মত করে

চালু করা। রিসেট তো সবাই করতে
জানেন, তবে তার আগে একটি কাজ
করা জরুরি। তা হল, আপনার ফোনের সকল
ডাটার ব্যাকআপ রাখা । ডাটা
ব্যাকআপ রাখার জন্য আপনাকে যা
করতে হবে তা হল : প্রথমে ফোনটা অফ
করে নিন। তারপর ফোনের পাওয়ার
বাটন,ভলিউম ডাউন বাটন চেপে ধরে
রাখুন, দেখতে পাবেন বেশ কিছু লিখা
দেখা যাচ্ছে । সেখান থেকে আপনি
Backup লিখাতে ক্লিক করুন । দেখতে
পাবেন আপনার ডাটা, সেটিং সমূহ
ব্যাকআপ হয়ে তারিখ অনুযায়ী একটি
ফোল্ডার দেখা যাচ্ছে। অবশ্যই
মেমোরি কার্ডে রাখবেন । কারন
ফোনের মেমোরিতে থাকলে ডাটা
মুছার সময় ব্যাকআপটা ও মুছে যাবে ।
এখন ব্যাকআপ হয়ে গেলে রিবুট করে
দেখুন । রিবুট লিখাতে ক্লিক করুন।
ডিভাইস চালু হলে ব্যাকআপ
ফোল্ডারটা ফোন মেমোরি থেকে
এক্সটারনাল মেমোরি কার্ডে নিয়ে
আসুন। এবার আবার একই ভাবে ফোন অফ
করে ফোনের পাওয়ার বাটন,ভলিউম
ডাউন বাটন চেপে ধরে রাখুন, তারপর
দেখুন হোয়াইপ ডাতা/রিসেট
ফ্যাক্টরি ডাটা। এই লিখা দেখতে
পেলে এটা তে ক্লিক করুন। ক্লিক করার
পর আপনার ডিভাইসের সকল ডাটা মুছে
যাবে । ভয় পাবেন না, এখন আপনি
ব্যকআপ লিখাতে ক্লিক করে তারিখ
দিয়ে সেভ করা ফোল্ডারটিকে পথ
দেখিয়ে দিন। ব্যাস কাজ শেষ।
ব্যাকআপ হয়ে গেলে ডিভাইস রিবুট
করে চালু করুন।দেখুন আপনার ডিভাইস
আগের মতই আছে তবে অনেক স্পীড
হয়েছে ।

সকল ধরনের টিপস ট্রিকস পেতে TrickMax.com ভিজিট করুন

6 thoughts on "আপনার এন্ড্রয়েড ডিভাইস কি বেশি স্লো? নিয়ে নিন সমাধান।"

  1. Momen Contributor says:
    GooD 😀
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      Tnx
  2. DARKnesss Contributor says:
    kire vai ২joner modde ato khatil kn
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      কোন দুজনের মধ্যে?
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      Thanks

Leave a Reply