জানেন কি, আপনি একজন সুপারহিরো।
প্রত্যেকটা মানুষই বেশ কিছু সুপার
পাওয়ার নিয়ে জন্মায়। নিজেদের
সেই ক্ষমতা সম্পর্কে আমরা নিজেরাই
অনেকে অবগত নই।

তাহলে জানা নাথাকলে জেনে নিন :

★★★১. মানুষের মস্তিষ্ক বিদ্যুত্ উত্পাদক
নিউরন আমাদের মস্তিষ্কে বার্তা
পাঠায়। সেই সময়ই বেশ কিছুটা বিদ্যুত্ও
উত্পন্ন করে সেটি। মস্তিষ্কে তৈরি হয়
প্রায় ২০ ওয়াট বিদ্যুত্। এই পরিমাণ
বিদ্যুত্ দিয়ে জ্বালানো যেতে
পারে ছোট টিউব বা ডিম লাইট
.
.
★★★২. ইস্পাতের থেকে শক্ত মানবদেহের
হাড় কথায় আছে, ‘ইয়ে হাত নেহি,
হাতোড়া হ্যায়।’ কথাটা কিন্তু শুধুই
কথার কথা নয়। জানেন কি, মানুষের
শরীরের হাড় অনেক শক্ত জিনিসের
থেকেও বেশি শক্তিশালী। নিশ্চয়ই
ভাবছেন ঠিক কতটা শক্ত আমাদের হাড়?
ইস্পাতের থেকে ৫ গুণ বেশি শক্ত।
.
★★★৩. মানুষের চোখ আসলে ৫৭৬
মেগাপিক্সেল ক্যামেরা
দিনরাত তো কোন ফোনের ক্যামেরা
কত মেগাপিক্সেল, তা নিয়েই মেতে
রয়েছেন। ৮ থেকে ৪১ মেগাপিক্সেল
ক্যামেরার ফোন বাজারে এসেছে।
আর যদি DSLR ক্যামেরার কথা বলেন,
তবে তার ক্ষমতা ১২০ মেগাপিক্সেল।
কিন্তু, একবারও ভেবে দেখেছেন কি,
যে আপনার কাছেই রয়েছে বিশ্বের
সর্বশক্তিমান ক্যামেরা! মানুষের চোখই
আসলে ৫৭৬ মেগাপিক্সেল ক্যামেরা।
সেজন্যই আমরা প্রায় ১ কোটি রঙ
আলাদা ভাবে দেখতে পাই।
.
★★★৪. মুখের ভাব পরিবর্তন করেই মুড
পাল্টানো
বিজ্ঞান আমাদের দেখিয়ে
দিয়েছে, নির্দিষ্ট কোনও মানসিক
অবস্থার আবেগ ও ভাবনাচিন্তার
থেকে অনেক বেশি শক্তি রাখে
মুখের এক্সপ্রেশন। সঙ্গে সঙ্গে না
হলেও, এটা কাজ করে ধীরে ধীরে।
.
★★★৫. হঠাৎ কিছু করতে অ্যাড্রিনালিনের
ছুটোছুটি
কোনও অ্যাডভেঞ্চার স্পোর্টস বা
অস্বাভাবিক কোনও কাজের ক্ষেত্রে
শরীরে বয়ে যায় অ্যাড্রিনালিন
স্রোত। এটিই সেই কাজ করার জন্য
শরীরকে বাড়তি শক্তি জোগায়। যেমন,
ধরুন বাঞ্জি জাম্পিং, স্কাই ডাইভিং
বা রেসিং-এর সময় শক্তির এই উত্সই
সাফল্যের দোরগোড়ায় এনে দেয়।
অনেকে অবশ্য স্বাভাবিক দক্ষতার
থেকে বাড়তি কোনও সাফল্য পাওয়ার
জন্য অনেক সময় শক্তিবর্ধক ইঞ্জেকশনও
শরীরে প্রয়োগ করেন।

ধন্যবাদ


তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।

…♦ ♦…(ফেসবুকে আমি)..♦…♦.

7 thoughts on "আপনি জানেন কি মানুষের চোখ কত মেগাপিক্সেল ক্যামেরার সমান? জানলে আবাক হবেন…"

  1. abhanas Contributor says:
    nice.post
  2. nabilMc Subscriber says:
    Awesome Post
  3. Tajik Ahsan Author Post Creator says:
    tnx
  4. Tajik Ahsan Author Post Creator says:
    tai naki? :O
  5. S M Sakib Contributor says:
    Vai 577mp ক্যামেরা থেকে কোনো লাভ নেই কারণ আপনি 576 mp এর চেয়ে পরিস্কার দেখতে পাবেননা
    1. Rj Rakib Contributor says:
      হাহা রাইট ব্রো

Leave a Reply