বাসায় ওয়াইফাই রাউটার থাকলেও ডেস্কটপে ওয়াইফাই রিসিভার না থাকার কারণে ডেস্কটপে ইন্টারনেট ব্যবহার করা যায় না। বিকল্প হিসেবে ব্যবহার করতে হয় মডেম অথবা ব্রডব্যান্ড লাইন।
এমনকি আপনার বাসায় যদি ওয়াইফাই সংযোগ থাকে, মোবাইলের ওয়াইফাই সংযোগ দিয়ে ডাটা ক্যাবল দিয়ে ডেস্কটপে ব্যবহার করতে পারবেন ইন্টারনেট। আসেন, জেনে নেই ডেস্কটপে ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহারের সহজ পদ্ধতি।
যা যা লাগবেঃ
১. মোবাইলে ইন্টারনেট সংযোগ
২. ডাটা ক্যাবল
প্রথমে মোবাইলে ওয়াইফাই অথবা ডাটা সংযোগ চালু করুন। ডাটা ক্যাবল দিয়ে ডেস্কটপের সাথে সংযুক্ত করুন। ভুল করেও ইউএসবি স্টোরেজ অপশন চালু করবেন না। এবার মোবাইলের সেটিংস এ যান। ‘ডাটা ইউসেজ’ অপশনের পর ‘মোর’ অপশনে টাচ করুন। মোর থেকে ‘টিদারিং অ্যান্ড পোর্টেবল হটস্পট’ এ প্রবেশ করুন। এখানে ‘ইউএসবি টিদারিং’ নামে একটি অপশন পাবেন। এই অপশনটি অন করে দিন।
ব্যাস, কাজ শেষ। এবার আপনার ডেস্কটপে চালান ওয়াইফাই বা ডাটা সংযোগে পাওয়া ইন্টারনেট। অন্য কোনো ডিভাইস আর দরকার হবে না।
15 thoughts on "মডেম বা রাউটার ছাড়াই ডেস্কটপে চালান ইন্টারনেট"