ঝড় বৃষ্টি চলছে বাংলাদেশের উপর দিয়ে। জেনে নিই কিছু দরকারি দোয়া


দোয়া: বায়ূ প্রবাহিত হলে পড়ার দো‘আ #১


اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا

হে আল্লাহ! আমি আপনার নিকট এর কল্যাণ চাই। আর আমি আপনার নিকট এর অনিষ্ট থেকে আশ্রয় চাই।

আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া আ‘ঊযু বিকা মিন শাররিহা

আবূ দাউদ ৪/৩২৬, নং ৫০৯৯; ইবন মাজাহ্‌ ২/১২২৮, নং ৩৭২৭। আরও দেখুন, সহীহ ইবন মাজাহ্‌ ২/৩০৫।


দোআ: বায়ূ প্রবাহিত হলে পড়ার দো‘আ #২


اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا، وَخَيْرَ مَا فِيهَا، وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا، وَشَرِّ مَا فِيهَا، وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ

হে আল্লাহ! আমি আপনার নিকট প্রার্থনা করি এর কল্যাণ, এর মধ্যকার কল্যাণ এবং যা এর সাথে প্রেরিত হয়েছে তার কল্যাণ। আর আমি আপনার আশ্রয় চাই এর অনিষ্ট থেকে, এর ভেতরে নিহিত অনিষ্ট থেকে এবং যা এর সাথে প্রেরিত হয়েছে তার অনিষ্ট থেকে।

আল্লা-হুম্মা ইন্নী আস’আলুকা খাইরাহা ওয়া খা ইরা মা-ফীহা ওয়া খাইরা মা উরসিলাত বিহী। ওয়া আ‘ঊযু বিকা মিন শাররিহা, ওয়া শাররি মা-ফীহা, ওয়া শাররি মা উরসিলাত বিহী

মুসলিম, আর শব্দ তাঁরই, ২/৬১৬, নং ৮৯৯; বুখারী, ৪/৭৬, নং ৩২০৬ ও ৪৮২৯।


দোআ: অতিবৃষ্টি বন্ধের জন্য কিছু দো‘আ #৩


اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا، اللَّهُمَّ عَلَى الآكَامِ وَالظِّرَابِ، وَبُطُونِ الْأَوْدِيَةِ، وَمَنَابِتِ الشَّجَرِ

হে আল্লাহ! আমাদের পার্শ্ববর্তী এলাকায় (বর্ষণ করুন), আমাদের উপর নয়। হে আল্লাহ! উঁচু ভূমিতে, পাহাড়ে, উপত্যকার কোলে ও বনাঞ্চলে (বর্ষণ করুন)।

আল্লা-হুম্মা হাওয়ালাইনা ওয়ালা ‘আলাইনা। আল্লা-হুম্মা আলাল-আ-কা-মি ওয়ায্যিরা-বি ওয়াবুতূনিল আওদিয়াতি ওয়ামানা-বিতিশ শাজারি

বুখারী ১/২২৪, নং ৯৩৩; মুসলিম ২/৬১৪, নং ৮৯৭।

 my Small Blog

6 thoughts on "ঝড় ও বৃষ্টির সময় সুন্নাত দোয়া কি জেনে নিই"

  1. Al-amin Author says:
    অনেক ভাল
    1. yeasin mia Contributor says:
      রানাভাইয়া।আমি ট্রিক বিডিতে ৩ টি পোস্ট করছি সবগুল রুট এর যা আমি নিজের জ্ঞান থেকে লিখেছি।আপনি দেখেন আমার প্রোফাইল এ।আমি আরো রুটের পোস্ট করব।আপনি আমার পোস্ট দেখে টিউনার বানান।
    2. Khalid Author Post Creator says:
      Thank you
  2. Mintu Contributor says:
    রানা ভাই ২০টা চরম পোস্ট করেছি প্লিজ রিভিউ
  3. MD Tanbir khan Contributor says:
    Apnat Fb ID Diben
  4. Khalid Author Post Creator says:
    Oii ami rana vai na :p rana vai chara ar ku site banAte parena naki :p :v

Leave a Reply