ইন্টারনেটে আমরা প্রতিদিন অসংখ্য ওয়েবসাইট ব্রাউজ করি। কিন্তু কিছু কিছু ওয়েবসাইট রয়েছে, যেগুলো সত্যিই অদ্ভুত এবং মজার। আজকের এই পোষ্টে ১০টি অদ্ভুত এবং মজার ওয়েবসাইট নিয়ে কথা বলব, যেগুলোর ব্যাপারে হয়তো আপনি জানতেন না। আশা করি এই ওয়েবসাইটগুলো আপনাদের‌ ভালো লাগবে।

1. Pointer Pointer

এই ওয়েবসাইটটি যেমন ফানি তেমন অদ্ভুত। এখানে ঢুকে আপনি মাউসের কার্সর স্ক্রিনের যে স্থানে রাখবেন অথবা মোবাইলের স্ক্রিনের যে স্থানে টেপ করবেন, প্রত্যেকবার এই ওয়েবসাইটটি একটি নতুন নতুন ছবি জেনারেট করে দিবে। এবং ছবিটিতে থাকা ব্যাক্তির আঙ্গুল ঠিক আপনি যেখানে কার্সর রেখেছেন অথবা টেপ করেছেন সেখানে থাকবে । সত্যিই এটা একটা মজার ওয়েবসাইট, সবাই অবশ্যই একবার ট্রাই করবেন।

ওয়েবসাইটটি ভিজিট করতে এখানে ক্লিক করুন(https://pointerpointer.com)

 

picked

2. Sneeze the Dragon

এই ওয়েবসাইটটি খোলার পর আপনি একটি থ্রিডি কার্টুন ড্রাগন দেখতে পাবেন, যেটিকে মাউস দিয়ে যেদিকে ইচ্ছা ঘোরাতে পারবেন। মাউস ক্লিক করলেই ড্রাগনটি হাঁচি দিয়ে মুখ থেকে আগুন বের করবে। যত দ্রুত মাউসে ক্লিক করবেন তত বেশি আগুন বের হবে। এটি সময় কাটানোর জন্য বেশ মজার একটি ওয়েবসাইট।

[ওয়েবসাইটটি ভিজিট করতে এখানে ক্লিক করুন](https://codepen.io/Yakudoo/full/yNjRRL)

picked

3. Eelslap

আমার মনে হয় সবগুলো ওয়েবসাইটের মধ্যে এইটা সবচেয়ে funny।
ওয়েবসাইটে ঢুকলে দেখতে পাবেন একটি লোক দাঁড়িয়ে আছে। আপনি মাউস cursor ডানে বামে ঘুরিয়ে ঐ লোকটার মুখে একটা মাছ দিয়ে থাপ্পড় মারতে পারবেন। এটা এতটাই মজার যে আপনি বারবার লোকটাকে থাপ্পড় মারতে চাইবেন।

[ওয়েবসাইটটি ভিজিট করতে এখানে ক্লিক করুন](https://eelslap.com)

picked

4. 100,000 Stars

এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি দেখতে পারবেন আমাদের পৃথিবী এবং তার তুলনায় আমরা কত ছোট। পুরো ইউনিভার্সের মধ্যে আমারা কোথায় অবস্থান করছি সেটাও দেখা যাবে মাউসের জুম ইন ও জুম আউট করে। অবসর সময়ে এটি ঘুরে দেখলে ভালো লাগবে আশা করি।

[ওয়েবসাইটটি দেখতে এখানে ক্লিক করুন](http://stars.chromeexperiments.com)

picked

5. Omg! Laser Guns! Pew Pew Pew

এটি একটি মজার শুটিং গেম,  এখানে গেম খেলতে হয় একটা কাঠবিড়ালী দিয়ে । আপনি লেজার গান ব্যবহার করে ট্রাম্পের মতো মানুষদের শুট করতে হবে। গুলি করার সময় “Pew Pew” একটা শব্দ হয়, যার জন্য গেমটা খেলতে আরও মজা লাগে।

[ওয়েবসাইটটি দেখতে এখানে ক্লিক করুন](http://www.omglasergunspewpewpew.com)

picked

6. Giphy

আপনি কি GIF পছন্দ করেন? তাহলে Giphy আপনার জন্য! এখানে আপনি হাজার হাজার মজার এবং বিনোদনমূলক GIF দেখতে পাবেন। এটি বিনোদনের জন্য অসাধারণ একটি প্ল্যাটফর্ম।
[ওয়েবসাইটটি দেখতে এখানে ক্লিক করুন](https://giphy.com)
picked

7. Pixel Thoughts

ধ্যান বা মেডিটেশনের জন্য এটি একটি চমৎকার ওয়েবসাইট। মাত্র ৬০ সেকেন্ডের মধ্যে এটি আপনাকে চিন্তা মুক্ত করতে সাহায্য করবে।

[ওয়েবসাইটটি দেখতে এখানে ক্লিক করুন](http://www.pixelthoughts.co)

picked

8. Zoomquilt

এই ওয়েবসাইটটিতে আপনি এক অন্যরকম ভিজ্যুয়াল যাত্রায় নিয়ে যাবেঞ। এখানে অসাধারণ কিছু অ্যানিমেশন রয়েছে, যা দেখে আপনার মনে হবে আপনি অন্য কোনো জগতে রয়েছেন।
[ওয়েবসাইটটি দেখতে এখানে ক্লিক করুন](http://zoomquilt.org)
picked

9. Omfgdogs

কুকুরপ্রেমীদের জন্য এটি একটি দারুণ ওয়েবসাইট। এখানে অনেকগুলো ছোট ছোট কুকুরছানা ছুটোছুটি করছে এবং সাথে সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক। দেখতে অনেক ভালো লাগবে।

[ওয়েবসাইটটি দেখতে এখানে ক্লিক করুন](http://omfgdogs.com)

picked

10. A Soft MurMur

এই ওয়েবসাইটটিতে বিভিন্ন প্রাকৃতিক সাউন্ড আছে। এখানে আপনি বৃষ্টি, বাতাস, সমুদ্রের ঢেউ, পাখির গান ইত্যাদি শুনতে পারবেন। প্রকৃতির সুর যারা ভালোবাসেন তাদের জন্য এটি একদম উপযুক্ত।
[ওয়েবসাইটটি দেখতে এখানে ক্লিক করুন](http://asoftmurmur.com)
picked

এমন আরো অনেক ওয়েবসাইট রয়েছে, যা নিয়ে ভবিষ্যতে হয়তো আলোচনা করবো।

আজ আসি, আসসালামু আলাইকুম

5 thoughts on "অদ্ভুত ও মজার ১০টি ওয়েবসাইট । 10 Funny Websites"

  1. Bita Paradox Contributor says:
    day by day, Your post quality became worst
    1. Jabir Ahmad Author Post Creator says:
      Why?
    2. Bita Paradox Contributor says:
      1. This website isn’t necessary at all…..

      2. Here was this typical of post in TrickBD……so, almost people know about these website

      3. Bring some good, neceessary post……….

      Look your past post & check the like,comment…you will understand

  2. SK SHORIF KHAN Contributor says:
    Ekta link o kaj korena

Leave a Reply