আমাদের প্রত্যেকেরই কিছু ভালো অভ্যাস আবার কিছু খারাপ অভ্যাস রয়েছে। আমরা কোনও মানুষকে তখনই খারাপ বলি, যখন তাঁর খারাপ অভ্যাসগুলো সামনে আসে। এর মানে এই নয় যে মানুষটা খারাপ। রাশি অনুযায়ী আমাদের মধ্যে ভালো খারাপ অভ্যাস দেখা দেয়। তাহলে আপনার রাশির কী কী খারাপ অভ্যাস রয়েছে জেনে নিন। আর তা বদলে ফেলুন। দেখবেন আপনার থেকে ভালো মানুষ আর একজনও হবেন না।
মেষ- এরা খুব আবেগপ্রবণ হয়। তবে এরা একবার জেদ করা শুরু করলে এদের থামানো মুশকিল হয়।
বৃষ- এরা মারাত্মক জেদী, একগুঁয়ে, অলস, দাম্ভিক ও অহংকারী স্বভাবের হয়।
মিথুন- এরা জানে না কখন কোনও কিছু ছেড়ে দেওয়া প্রয়োজন। এরা খুব বিরক্তিকর স্বভাবের হয়।
কর্কট- নিজের আবেগকে সংযত করতে পারে না। এরা খুব মুডি হয়। অত্যন্ত সংবেদনশীল এরা। ছোট ছোট বিষয়ে অপরকে সন্দেহ করা এদের অভ্যাস।
সিংহ- এদের প্রচন্ড আত্ম অহংকার থাকে। এরা অধৈর্য, দাম্ভিক এবং হিংসুটে প্রকৃতির হয়।
কন্যা- সারক্ষণ একেবারে সঠিক জিনিসটা পছন্দ করে। নিজের দৃষ্টিভঙ্গী দিয়ে অন্যদের বিচার করার চেষ্টা করে। কেউ যদি তাদের ভুলটা ধরিয়ে দিতে চায়, তাহলে তাদের ঘৃণা করে।
তুলা- প্রচন্ড অলস প্রকৃতির হয়। খুব তাড়াতাড়ি এদের মন বদলায়।
বৃশ্চিক- হিংসুটে স্বভাবের হয়। অন্য কাউকে ভালো থাকতে দেখতে পারে না। ডমিনেটিং স্বভাবের। এবং অন্যদের ম্যানুপুলেট করতে চায়।
ধনু- অতিরিক্ত আত্মবিশ্বাসী। অতিরিক্ত উদাসীন।
মকর- খুব লাজুক প্রকৃতির। একমাত্র চেনা মানুষের সঙ্গেই থাকতে পছন্দ করে। হতাশায় ভোগে এবং এরজন্য একগুঁয়ে স্বভাবেরও হয়।
কুম্ভ- প্রচন্ড একগুঁয়ে প্রকৃতির হয়। সমস্ত ব্যাপারে নির্লিপ্ত থাকে।
মীন- নিজের দায়িত্ববোধ থেকে পালাতে চেষ্টা করে। অত্যধিক সংবেদনশীল ব্যক্তিত্বের জন্য নিজের জীবনেও অনেক সমস্যা ডেকে আনে।
5 thoughts on "জেনে নিন কোন কোন রাশির মানুষের ঠিক কী কী খারাপ বা বদ-অভ্যাস রয়েছে"