অ্যান্ড্রয়েড ফোনের যুগে এখন কোনও কিছুই অসম্ভব
নয়। স্মার্টফোনের দৌরাত্ম্যে গোটা দুনিয়ার তথ্য, ছবি,
যোগাযোগ করার হরেক পথ খুলে গিয়েছে। তবে প্রিয়
স্মার্টফোনের বিষয়ে আমরা ওপর ওপর কিছু তথ্য
জেনেই খুশি থাকি। কিন্তু এমন কিছু গোপন কোড আছে,
যার দৌলতে অ্যান্ড্রয়েডের না-জানা তথ্য আপনার হাতের
মুঠোয় চলে আসবে।
এখন অনেকেই ভাবছেন, এই গোপন কোড জেনে
আপনার কী হবে? ফোনের সমস্ত কিছু অজানা কোড
দিয়ে ফোনের সেকশনগুলি তৈরি থাকে। এমনও তো হতে
পারে, আপনি বেখেয়ালে কখন সবচেয়ে দরকারী ছবি
ডিলিট করে দিয়েছেন! তখন হা-হুতাশ ছাড়া আপনার কিছু করার
থাকবে না। যদি আপনি গোপন কোড জানেন, তাহলে তো
কেল্লা ফতে! আবার যাঁরা স্মার্টফোনের ব্যাপারে
কৌতুহলী, তাঁদের কাছে এগুলি সত্যিই সোনার চাঁদ।

ফোনের বিস্তারিত তথ্য জানতে কিছু কোড ব্যাবহার করা হয়।
সেগুলি জানুন এখানেl


*#06# – IMEI নম্বর *2767*3855#- ফ্যাক্টরি রিসেট কোড
(ফোনের সব তথ্য মুছে যাবে) *#*#4636#*#* – ফোন
এবং ব্যাটারি সংক্রান্ত তথ্য *#*#273282*255*663282*#*#* –
সব মিডিয়া ফাইল ব্যাক আপ হবে *#*#197328640#*#* –
সার্ভিস টেস্ট মোড *#*#1111#*#* – FTA সফটওয়্যার
ভার্সন *#*#1234#*#* – PDA এবং firmware ভার্সন
*#*#232339#*#* – WirelessLAN টেস্ট কোড
*#*#0842#*#* – ব্যাক লাইট ও ভাইব্রেশন টেস্ট কোড
*#12580*369 # – সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইনফরমেশন
*#*#2664#*#* – টাচস্ক্রিন টেস্ট কোড *#9900# –
সিস্টেম ডাম্প মোড *#9090# – ডায়াগনস্টিক কনফিগারেশন
*#*#34971539#*#* – ক্যামেরা ইনফরমেশন *#872564# –
ইউএসবি লগইন কন্ট্রোল *#301279# – HSDPA/HSUPA
কন্ট্রোল মেনু *#7465625#- ফোন লক স্ট্যাটাস
*#*#7780#*#* – ফ্যাক্টরি রিস্টোর সেটিং,
গুগলঅ্যাকাউন্টসহ সব সিস্টেম ডাটা মুছে যাবে
*2767*3855#- ফ্যাক্টরি ফরম্যাট সেটিংসহ সব ইন্টারনাল এবং
এক্সটারনাল ডাটা মুছে যাবে এবং ফার্মওয়্যার রি-ইন্সটল হবে
*#*#4636#*#* – ফোন এবং ব্যাটারি ইনফরমেশন
*#*#273283*255*663282*#*#* – ফাইল কপি স্ক্রিন, সব
ইমেজ, সাউন্ড, ভিডিও, ভয়েস মেমো ব্যাক আপ করা যাবে
*#*#197328640#*#* – সার্ভিস মোড কোড, বিভিন্ন টেস্ট
ও সেটিং বদলানোর জন্য *#*#7594#*#* – এই কোড এন্ড
কল/ পাওয়ার বাটনকে সরাসরি পাওয়ার অফ বাটনে পরিণত করবে
*#*#8255#*#* – G Talk সার্ভিস মনিটর কোড
*#*#34971539#*#* – ক্যামেরা ইনফরমেশন, ক্যামেরা
ফার্মওয়্যার, আপডেট অপশনটি ব্যবহার করবেন না- এতে
আপনার ক্যামেরা ফাংশন বন্ধ হয়ে যাবে।

জিপিএস, ব্লু-টুথ টেস্ট কোড:


W-LAN, GPS and
BluetoothTest Codes: *#*#232339#*#* OR *#*#526#*#*
OR *#*#528#*#* – W-LAN টেস্ট কোড, টেস্ট শুরু করার
জন্য মেনু বাটন ব্যবহার করুন *#*#232338#*#* – ওয়াই-ফাই
ম্যাক অ্যাড্রেস *#*#1472365#*#*- জিপিএস টেস্ট
*#*#1575#*#* – আরেকটি জিপিএস টেস্ট কোড
*#*#232331#*#* – Bluetooth টেস্ট কোড
*#*#232337#*# – Bluetooth ডিভাইসই নফরমেশন
*#*#0588#*#* – প্রক্সিমিটি সেন্সর টেস্ট *#*#0*#*#* –
এলসিডি টেস্ট *#*#2664#*#* – টাচস্ক্রিন টেস্ট
*#*#2663#*#* – টাচস্ক্রিন ভার্সন *#*#0283#*#* –
প্যাকেট লুপ ব্যাক *#*#0673#*#* OR *#*#0289#*#* –
মেলোডি টেস্ট *#*#3264#*#* – র্যাম ভার্সন টেস্ট।

5 thoughts on "এন্ড্রয়েড মোবাইলের রহস্যময় কোডসমূহ। জেনে রাখুন কাজে লাগবেই"

    1. imraul Author Post Creator says:
      wellcame bro.
  1. Biddut hossen Author says:
    rana vai amer post review koan
    1. GM Shohagh Hasan Contributor says:
      Fb te asun help krbo fb.com/shohagh45
  2. Sultanhossain Subscriber says:
    MixTrick24.Com

Leave a Reply