Computer

♦সবাইকে সালাম জানাই।।।
আগে নিচের চিত্রটি দেখে নিন।।

কি আপনি কি চান সেখানে আপনার ফটো থাকুক?
যদি চান তাহলে পড়তে থাকুন।
প্রক্রিয়াঃ
১। প্রথমে ফটোশপ এর মাধ্যমে যে ছবি দিবেন সেটাকে রিসাইজ করে 120×120 px এবং bmp ফরম্যাট এ সেভ করুন।


২। এবার ছবিটাকে C:\Windows\System32\oobe\Your-pic.bmp লোকেশনে পেস্ট করে দিন। এখানে Your-pic.bmp আপনার সেভ করা ছবিটার নাম।

৩। তারপর যে কাজটা করতে হবে তা হল Run ওপেন করে regedit লিখে Enter চাপার পর Continue করে HKEY_LOCAL_MACHINE \ SOFTWARE \ Microsoft \ Windows \ CurrentVersion \ OEMinformation এ গিয়ে যে কোন জায়গায় রাইট ক্লিক করে New থেকে String Value ক্লিক করতে হবে।এরপর তা রিনেম করে logo লিখে রিনেম করে সিলেক্ট অবস্থায় রাইট ক্লিক করে Modify করতে হবে যেমন-%systemroot%\System32\oobe\Your-pic.bmp [এখানে Your-pic.bmp এর জায়গায় আপনার ছবির নামটা দিবেন] পেস্ট করবেন এবং সেভ দিবেন।

৪। এবার ট্যাবটি বন্ধ/ক্লোজ করে দিন।

এবার ফলাফল দেখতে Computer এ রাইট ক্লিক করে Properties এ ক্লিক করুন।। ডান দিকে আপনি আপনার ছবিটি পেয়ে যাবেন।

কোন সমস্যা হলে কমেন্ট করুন।।


12 thoughts on "এবার নিজের ফটো দিন কম্পিউটার এর প্রপার্টিজ এ।।"

  1. RaselMahamudShanto Contributor says:
    bro Leptop Aya ScreenShort Ki deya otiya help plz…..
    1. SR Suzon Author Post Creator says:
      prnt sys নামে একটা বাটন আছে। অবশ্য বানান টা ভুল হতে পারে। তাই ভালো করে খুজুন। যেটার স্ক্রিনশট নিতে চান সেখানে বাটন টা চাপুন। তারপর paint প্রোগ্রাম ওপেন করে রাইট ক্লিক করে পেস্ট করুন অথবা ctrl+v চাপুন।
    1. SR Suzon Author Post Creator says:
      welcome
    1. SR Suzon Author Post Creator says:
      tnx
  2. Reja BD Author says:
    আরও কয়েকটা স্ক্রিনশট দিলে ভালো হত।

    প্রোভ দিয়ে পোষ্ট করার চেষ্টা করবেন।

    1. SR Suzon Author Post Creator says:
      ok
  3. hossain Contributor says:
    Vaiya Hard Disk partisoin Nijer picture set korbo kivabe…..?
    1. SR Suzon Author Post Creator says:
      janina
  4. Lucky Contributor says:
    Tai…kal ke try korbo
    1. SR Suzon Author Post Creator says:
      ok

Leave a Reply