এটা স্বাভাবিক যে কখনো কখনো কাজ করার সময় হঠাৎ করে ল্যাপটপ বন্ধ হয়ে যায়। তখন খুবই বিরক্ত লাগে এবং কাজে খুবই অসুবিধা হয়। কখনো কখনো কেউ কেউ ভয় পেয়ে যান। তখন সবার আগে জানার প্রয়োজন পড়ে ঠিক কী কারণে ল্যাপটপ বন্ধ হয়ে যাচ্ছে। অবশ্য এমন বিরক্তিকর পরিস্থিতি বন্ধ করার জন্য আমাদের পদক্ষেপ গ্রহণ করা উচিত। তখন যদি সম্ভব হয় নিজে নিজে সেই সমস্যার সমাধান করা যায় তাহলে খুবই ভালো হয়। কখনো কখনো দীর্ঘ সময় কাজ করার কারণে অতিরিক্ত গরম হয়ে এটা ঘটে যায়। এজন্যও এমন ঘটনা ঘটতে পারে। সে ক্ষেত্রে দীর্ঘসময় না চালিয়ে এক ঘন্টা পর অন্তত ১০ মিনিটের জন্য বন্ধ করে রাখা উচিত। অথবা ল্যাপটপ থেকে অতিরিক্ত গরম বাতাস বের হওযার সুযোগ করে দিতে হবে। আবার একটানা দীর্ঘসময় ধরে গেম খেলা, ভিডিও চালানো বা দীর্ঘক্ষণ করা হলেও ল্যাপটপের ওপর চাপ পড়ে ও গরম হয়ে যায়। এজন্যও ল্যাপটপ বন্ধ হয়ে যেতে পারে। এ বিষয়েও সতর্ক হতে হবে। ল্যাপটপ থেকে অতিরিক্ত ফাইল মুছে ফেলা বা ডিলেট করে দেওযা ভালো। আবার অতিরিক্ত ফাইল লোড করা থাকলে ল্যাপটপের মেমোরি কাজ করতে পারে না। এতে ল্যাপটপের গতি কমে যায়। এমনকি প্রসেসরের ওপর চাপ পড়লেই ল্যাপটপ বন্ধ হয়ে যায়। এমনকি ব্লু স্ক্রিন এর মতো ঘটনা ঘটতে পারে। আবার দীর্ঘসময় প্রোগ্রাম চালু রাখলেও সমস্যা তৈরি হয় এজন্য সেই প্রোগ্রাম বন্ধ করে দিন। প্রোগ্রামটি বন্ধ করলেই সমস্যা সাময়িক সমাধান হয়ে যায়। প্রোগ্রাম যদি বন্ধ হতে না চায় তবে টাস্ক ম্যানেজারে গিয়ে তা বন্ধ করে দিতে পারেন। আবার কন্ট্রোল+অলটার+ডিলিট চেপেও প্রোগ্রামটি বন্ধ করা যায়। তাতেও যদি কাজ না হয় তাহলে ল্যাপটপ বেশ কিছু সময় পাওয়ার বাটন চেপে ধরে বন্ধ করে দিতে হবে। যদি এতেও সমস্যার সমাধান না হয় তাহলে বিদ্যুৎ সংযোজন বিচ্ছিন্ন করতে পারেন অথবা ল্যাপটপের ব্যাটারী খুলে ফেলুন। সমাধান হতে পারে। ল্যাপটপে যদি ধুলো জমে তাহলে তা পরিস্কার করতে হবে। এ ধরনের সমস্যায় করণীয়গুলো ইন্টারনেটে সার্চ দিলেই নানা টিউটোরিয়াল থেকে জেনে নিতে পারবেন। তবে নিজে ল্যাপটপ খোলার ঝুঁকি নিতে না চাইলে অবশ্যই পেশাদার সারাইখানায় নিয়ে সমস্যা সমাধার করে নিতে পারবেন। আবার ল্যাপটপ কুলার ব্যাবহার করেও ল্যাপটপ ঠান্ডা রাখা যায়। এটা করেও ল্যাপটপ বন্ধ হওযা থেকে রক্ষা করা যায়।

3 thoughts on "হঠাৎ ল্যাপটপ বন্ধ হলে যা করা উচিত?"

  1. Sajjad6748 Contributor says:
    কেউ আমাকে টিউনার বানান plzzz
  2. Obuj Balok Contributor says:
    ধন্যবাদ।।।
  3. abu bakar siddik Contributor says:
    need tuner for ictunesbd.com

Leave a Reply